৫ বছর পর টেস্ট একাদশে আল-আমিন
দীর্ঘ পাঁচ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে বাংলাদেশ একাদশে ফিরেছেন পেসার আল-আমিন। সর্বশেষ ২০১৪ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সাদা পোশাকে খেলেছেন তিনি। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের জায়গায় একাদশে ফেরানো হয়েছে ডানহাতি এই পেসারকে।
এ ছাড়া গোলাপি বলের টেস্টে বাংলাদেশের একাদশে এসেছে আরেকটি পরিবর্তন। মেহেদী হাসান মিরাজের বদলে একমাত্র স্পিনার হিসেবে খেলছেন অফস্পিনার নাঈম হাসান।
অন্যদিকে আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারত। তিন পেসার ও দুই স্পিনার নিয়েই মাঠে নেমেছে বিরাট কোহলির দল।
সব অপেক্ষার প্রহর শেষ করে আজ শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনসে গোলাপি বলের ক্রিকেটে পা রেখেছে বাংলাদেশ-ভারত। ম্যাচটি উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ম্যাচটিতে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
২০১৫ সালে প্রথম অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে। চার বছর পর এক নম্বর টেস্ট দল ভারত এবং নয় নম্বর টেস্ট দল বাংলাদেশ মাঠে নামছে দিবারাত্রির টেস্টে।
বাংলাদেশ একাদশ : ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন ও আল-আমিন হোসেন।
ভারত একাদশ : রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও উমেশ যাদব।

স্পোর্টস ডেস্ক