তামিম-সাকিবদের ক্যাচ মিসের মহড়া
নিউজিল্যান্ড সফরে এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতেও প্রথম দুটি ম্যাচে বেশ বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। রোববার শেষ ম্যাচে কিউইদের অবশ্য চেপে ধরেছিল টাইগাররা। ৪১ রানে তিন উইকেট হারিয়ে চাপে ফেলে দিয়েছিল স্বাগতিকদের। দলের বিপদে দাঁড়িয়ে যান অধিনায়ক কেন উইলিয়ামসন ও কোরে অ্যান্ডারসন। মাশরাফি-তাসকিনদের হতাশ করে নিউজিল্যান্ডের স্কোরটাকে বড় করে তোলেন তাঁরা। তবে তাঁদের বড় স্কোরে বাংলাদেশি ফিল্ডারদের অবদানও কম নয়। দলীয় ১০৭ রানে উইলিয়ামসনের ক্যাচ মিস করেন সাকিব। এরপর ১৫১ রানে আবার সেই উইলিয়ামসনকেই জীবন দেন তামিম। ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে কিউই দলনেতার লোপ্পা ক্যাচ ছাড়েন তামিম।
এর আগে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি পূর্ণ করার পরই আউট হতে বসেছিলেন উইলিয়ামসন। মাশরাফির বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন। তবে সহজ সেই ক্যাচ নিতে পারেননি সাকিব। শেষ পর্যন্ত ৬০ রান করে রুবেলের বলে বোল্ড হন উইলিয়ামসন।