দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন মুশফিক?

ওয়েলিংটনে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা যে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে অন্যতম অবদান ছিল অধিনায়ক মুশফিকুর রহিমের। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করে দলকে বিশাল সংগ্রহ গড়ে দিতে বড় অবদান রেখেছেন তিনিও। আর সাকিব আল হাসানের সঙ্গে রেকর্ড জুটি গড়ে নিজেদের ঝুলিটাকেও সমৃদ্ধ করেছেন। প্রথম ইনিংসে ব্যাটহাতে দারুণ সাফল্য পেলেও দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নামতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।
মুশফিকের অনুপস্থিতিতে মাঠে নেতৃত্ব দিয়েছেন সহ-অধিনায়ক তামিম ইকবাল। আর উইকেটকিপিং করেছেন ওপেনার ইমরুল কায়েস। মুশফিক বিশ্রামে ছিলেন।
তাই এখন আলোচনা শুরু হয়ে গেছে, হঠাৎ কী হলো মুশফিকের। যে কারণে ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, ব্যাটিংয়ের সময় নিউজিল্যান্ড পেসারদের একটি বাউন্সার মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত করে। আরেকটি বাউন্সার বাঁ-হাতের তর্জনীতে লাগে। ব্যথা লাগছে বলেই আজ শনিবার ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি।
আগামীকাল রোববার চতুর্থ দিনে মাঠে নামতে পারবেন কি না মুশফিক, তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। তা ছাড়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে পারবেন কি না তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
টিম ম্যানেজেমন্ট সূত্রে জানা যায়, আজ সকালে মুশফিকের হাতে এক্সরে করানো হয়েছে। হাতে ফোলা ও ব্যথা থাকলেও কোনো চিড় ধরা পড়েনি। তবে ৪৮ ঘণ্টা পর তাঁর প্রকৃত অবস্থা বোঝা যাবে।
নিউজিল্যান্ডের সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে মুশফিক ২৬০ বলে ১৫৯ রানের দারুণ ইনিংস খেলেন। এটি তাঁর ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। প্রায় আড়াই বছর পর এই সেঞ্চুরি পেয়েছেন তিনি। ২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি করেছিলেন তিনি।