অশ্বিনের টিপস নিলেন মিরাজ

গত বছর অভিষেকে দারুণ বল করে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের প্রশংসা কুড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। সে সময় অশ্বিন টুইটারে তাঁর সম্পর্কে লিখেছিলেন, ‘মেহেদী হাসান নামের অফস্পিনারটা দারুণ।’
এর পর থেকে মিরাজও এই ভারতীয় স্পিনারের প্রচণ্ড ভক্ত বনে গেছেন। আগে থেকেই তাঁর আশা ছিল বোলিং নিয়ে অশ্বিনের কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার। তাই ভারত সফরে যাওয়ার আগে সেই আশার কথা বলেও ছিলেন সংবাদমাধ্যমকে।
শেষ পর্যন্ত সেই সুযোগ পেয়েছেন মিরাজ। ভারত সফরের একমাত্র টেস্ট শেষে অশ্বিনের কাছ থেকে টিপস চাইলেন বাংলাদেশি স্পিনার। হতাশ করেননি অশ্বিনও। দীর্ঘ সময় বসে বোলিং নিয়ে মিরাজকে অনেক পরামর্শই দিয়েছেন এই ভারতীয় স্পিনার।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটকে মিরাজ এ ব্যাপারে বলেন, ‘ঢাকা ছাড়ার আগেই ভেবে রেখেছিলাম, সুযোগ পেলে অশ্বিনের কাছ থেকে বোলিং নিয়ে কিছু টিপস চাইব। সেই সুযোগটি আমাকে দিয়েছেন অশ্বিন, টেস্ট ম্যাচে কোন পরিস্থিতিতে কীভাবে বল করতে হয় সে রকম কিছু পরামর্শ দিয়েছেন তিনি আমাকে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’
বাংলাদেশের বোলিংয়ের অন্যতম প্রধান অস্ত্র মিরাজ। গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে দলকে দারুণ সাফল্য এনে দিয়েছিলেন তিনি। সে সঙ্গে ক্রিকেট বিশ্বেরও প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ।