শ্রীলঙ্কা সফরের দলে ফিরবেন মুস্তাফিজ?

ভারত সফরের একমাত্র টেস্টে দলের বাইরে ছিলেন মুস্তাফিজুর রহমান। টেস্ট ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট ছিলেন না বলেই নাকি দলে নেওয়া হয়নি তাঁকে। তা ছাড়া এই বাঁহাতি পেসার নিজেও নাকি অনাগ্রহ দেখিয়েছেন ভারত সফরে যেতে। এবার শ্রীলঙ্কা সফরের দলে ফিরছেন কাটার মাস্টার।
দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী মার্চে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। অবশ্য এই সফরের দিন-তারিখ এখনো ঠিক হয়নি। তবে বিসিবি সূত্রে জানা গেছে, মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে সিরিজটি।
শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ খেলতে আগামী ২৭ ফেব্রুয়ারি ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। এই সফরের দলে মুস্তাফিজ থাকবেন কি না তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এখনই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আশাবাদী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দলে তাঁকে পাওয়া যাবে।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এ ব্যাপারে এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা যতটুকু জানি মুস্তাফিজ আগের তুলনায় এখন অনেক বেশি ফিট। আশা করছি শ্রীলঙ্কা সফরের দলে সে থাকবে। অবশ্য সিরিজ শুরুর আগে দলের প্রস্তুতি ক্যাম্পে মুস্তাফিজের অবস্থা দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।’
গত বছর কাউন্টি লিগে খেলতে গিয়ে চোটে আক্রান্ত হন মুস্তাফিজ। সে সময় তাঁর কাঁধে অস্ত্রোপচার করাতে হয়েছিল।