তামিম-সাকিবের বিপক্ষে মাহমুদউল্লাহর লড়াইয়ে ‘বৃষ্টির’ জয়

পেশোয়ার জালমির বিপক্ষে কোয়েটা গ্লাডিয়েটর্সের ম্যাচটা বৃষ্টিতে পণ্ড হওয়ায় সবচেয়ে বেশি খুশি হয়েছে বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা। পেশোয়ারে তামিম ইকবাল ও সাকিব আল হাসান আর কোয়েটাতে মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত জেতেনি কেউই। বৃষ্টিতে ভেসে গেল ম্যাচের অর্ধেকটা সময়। মরুর শহর শারজায় ঝড় ও বৃষ্টি আসার আগে আসরে নিজের প্রথম ম্যাচেই ঝড় তুলেন ওপেনার তামিম ইকবাল।
বাংলাদেশি ওপেনারের বিধ্বংসী ইনিংসে ১৬ ওভারে ৩ উইকেটে ১১৭ রান তোলে পেশোয়ার। এর পরই ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের লক্ষ্য দাঁড়ায় ১২৫ রান। বুষ্টি না থামলে ওভার কমিয়ে ৯ ওভারে ৭৯ রানের লক্ষ্য দাঁড়ায় কোয়েটার সামনে। বৃষ্টি কমে এলে শেষমেশ ৬ ওভারে ৫৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামার প্রস্তুতি নেয় কোয়েটা। তবে এরপর আবার মুষলধারে বৃষ্টি নামলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ হাফিজ, কামরান আকমল ও ইয়ন মরগান ব্যর্থ হলেও তামিম খেলেছেন নিজের মতোই। ৪২ রানে তিন উইকেট হারানো পেশোয়ার জালমির স্কোরটা এগিয়ে নিয়ে যান তামিম ইকবাল। চতুর্থ উইকেট জুটিতে শোয়েব মাকসুদকে নিয়ে ৭৫ রান যোগ করেন তামিম। এই জুটিতে মাকসুদের অবদান ৩০ রান। ৪৬ বলে ৪টি চার ও ৪টি ছয়ে ৬২ রানে অপরাজিত ছিলেন তামিম। ব্যাট হাতে নামতে না পারলেও বল হাতে ১৮ রানে এক উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।