শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়
ম্যাচটা শুরুতেই পড়েছিল বৃষ্টির বাধার মুখে। দৈর্ঘ্যও কমিয়ে আনতে হয়েছিল বেশ কয়েক ওভার। তবে শেষপর্যন্ত ব্যাট-বলের লড়াই শুরু হওয়ার পর জমজমাট এক ম্যাচই উপহার দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষপর্যন্ত জয় পেয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। চার উইকেটের জয় দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
৩৪ ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে ২০৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল নিউজিল্যান্ড। ২৩ ওভারের মধ্যে ১২৬ রান সংগ্রহ করতেই পাঁচ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের জয়ের আশাও ফিকে হয়ে এসেছিল বেশ খানিকটা। কিন্তু উইকেটে এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স টিকে ছিলেন বহাল তবিয়তে। তাঁর দিকে তাকিয়েই আশা খুঁজছিলেন দক্ষিণ আফ্রিকার সমর্থকরা। শেষপর্যন্ত ভক্তদের হতাশ করেননি ডি ভিলিয়ার্স। ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন প্রোটিয়া অধিনায়ক। দলের জয়ের পেছনে বড় অবদান আছে আট নম্বরে ব্যাট করতে নামা অ্যান্ডিলে ফেলুয়াকোরও। ২৩ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন এই তরুণ ক্রিকেটার। সপ্তম উইকেটে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন ডি ভিলিয়ার্স ও ফেলুয়াকো।
উদ্বোধনী জুটিতেই অবশ্য ৮৮ রান জমা করে দক্ষিণ আফ্রিকাকে ভালো সূচনা এনে দিয়েছিলেন হাশিম আমলা ও কুইন্টন ডি কক। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংসটি এসেছে ডি ককের ব্যাট থেকে। ৩৫ রান করেছেন আমলা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কেইন উইলিয়ামসনের ৫৯, কলিন ডি গ্র্যান্ডহোমের ৩৪, ডিন ব্রোনাইলের ৩১, জেমন নিশামের ২৯ ও টিম সাউদির ২৪ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ২০৭ রান জমা করেছিল স্বাগতিক নিউজিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক