আইপিএলে যেমন হলো সাকিব-মুস্তাফিজের দল
বেন স্টোকস, ক্রিস ওকস, মার্টিন গাপটিল, ইশান্ত শর্মাদের নিয়েই ছিল এবারের আইপিএল নিলাম আলোচনা। শেষ পর্যন্ত স্টোকসের সঙ্গে আলোচনায় উঠে এলেন টাইমাল মিলস-ট্রেন্ট বোল্টরাও। সাড়ে ১৪ কোটি রুপিতে স্টোকসকে দলে ভিড়িয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টস। আর ১২ কোটি রুপিতে মিলসকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জাতীয় দলের হয়ে মাত্র চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই তারকাই ছিলেন নিলামের সবচেয়ে বড় চমক। এক কোটি ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যের ট্রেন্ট বোল্টকে পাঁচ কোটি রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। বোল্ট গতবার সানরাইজার্স হায়দরাবাদের দলে থাকলেও মুস্তাফিজের কারণে পুরো আসরেই বসে থাকতে হয় তাঁকে। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদাকে পাঁচ কোটি রুপিতে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস। অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকে সাড়ে চার কোটিতে কিনে নিয়েছে দিল্লি। ইংল্যান্ডের আরেক অলরাউন্ডার ক্রিস ওকসকে দলে ভিড়িয়েছে কেকেআর। তাঁকে কিনতে শাহরুখের দল খরচ করেছে চার কোটি ২০ লাখ রুপি। এবার দেখে নিই, কেমন দল গড়ল সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স ও কাটার-মাস্টার মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ। গতকাল সোমবার নিলামে ট্রেন্ট বোল্ট, ক্রিস ওকস বাদেও ভারতীয় অলরাউন্ডার ঋষি ধাওয়ান, অস্ট্রেলীয় পেসার নাথান কোল্টার নাইল, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো ও রভম্যান পাওয়েল, ভারতীয় ঘরোয়া লিগের ক্রিকেটার সঞ্জয় যাদব, ইশাঙ্ক জাগ্গি ও শায়ন ঘোষকে কিনেছে সাকিবের কলকাতা।
দারুণ দল গড়েছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদও। ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, যুবরাজ সিংরা তো আগে থেকেই ছিলেন। এবার যোগ হয়েছেন মোহাম্মদ নবি, রশিদ খান, ক্রিস জর্ডান, বেন লাফলিনরা। এ ছাড়া তন্ময় আগরওয়াল একলব্য দ্বিবেদী, প্রবীন তাম্বে ও মোহাম্মদ সিরাজের মতো উদীয়মান তারকাকেও দলে ভেড়াল সানরাইজার্স।
কলকাতা নাইট রাইডার্স দল : গৌতম গম্ভীর, সুনীল নারিন, কুলদীপ যাদব, মনিশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, পীযূষ চাওলা, রবিন উথাপ্পা, সাকিব আল হাসান, ক্রিস লিন, উমেশ যাদব, ইউসুফ পাঠান, শেলডন জ্যাকসন, অঙ্কিত সিং রাজপুত, আন্দ্রে রাসেল, ট্রেন্ট বোল্ট, ক্রিস ওকস, ঋষি ধাওয়ান, নাথান কোল্টার নাইল, ড্যারেন ব্রাভো, রভম্যান পাওয়েল, সঞ্জয় যাদব, ইশাঙ্ক জাগ্গি ও শায়ন ঘোষ।
সানরাইজার্স হায়দরাবাদ দল : শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, ডেভিড ওয়ার্নার, মোয়েসেস হেনরিকস, নোমান ওঝা, রিকি ভুই, কেন উইলিয়ামসন, সিদ্ধার্থ কল, বিপুল শর্মা, আশিস নেহরা, যুবরাজ সিং, বেন কাটিং, অভিমন্যু মিঠুন, মুস্তাফিজুর রহমান, বারিন্দর স্রান, দীপক হুদা, বিজয় শঙ্কর, মোহাম্মদ নবি, রশিদ খান, ক্রিস জর্ডান, বেন লাফলিন, তন্ময় আগরওয়াল একলব্য দ্বিবেদী, প্রবীন তাম্বে ও মোহাম্মদ সিরাজ।

স্পোর্টস ডেস্ক