মুখ ফসকে মনের কথাটাই বলে ফেললেন শেবাগ!
২০১২ সালে অস্ট্রেলিয়ায় ধোনি-শেবাগ দ্বন্দ্বটা প্রকাশ্যে চলে আসে। শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীর ধীরগতির ফিল্ডিং করেন বলে একই ম্যাচে তিনজনকে একসঙ্গে খেলানোর পক্ষপাতী ছিলেন না ধোনি। এটাই ছিল রোটেশন পদ্ধতির মূল কথা। ধোনির এই পদ্ধতির কড়া সমালোচক ছিলেন শেবাগ। এরপর তো শেবাগের ক্যারিয়ারটাই শেষ হয়ে গেল। খারাপ ফর্মের কারণে আর ভারতীয় দলে জায়গা পাননি ভারতের হয়ে দুটি ট্রিপল সেঞ্চুরির মালিক। অনেকে মনে করেন, ধোনির সঙ্গে ঝামেলার কারণেই দল থেকে বাদ পড়তে হয় শেবাগকে। প্রকাশ্যে বিষয়টি স্বীকার না করলেও হাবভাবে কিন্তু শেবাগ অনেকবারই বিষয়টি বুঝিয়েছেন।
এবার আর মনের কথাটি চেপে রাখতে পারলেন না ভারতের সাবেক এই ব্যাটসম্যান। আইপিএলের দল পুনে সুপারজায়ান্টস ধোনির বদলে অস্ট্রেলিয়ার স্টিফেন স্মিথকে অধিনায়ক করেছে। এর পর থেকেই পুনের টিম ম্যানেজমেন্টকে ধুয়ে চলেছেন ভারতের সাবেক অধিনায়করা।তবে ধোনিকে নেতৃত্ব থেকে সরানোয় খুশি হয়েছেন শেবাগ। শেবাগ বলেন, ‘ধোনিকে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়ায় আমি খুশি হয়েছি!
সিরিয়াস নয়, হাস্য-রসাত্মক ভঙ্গিতেই কথাগুলি বলেছেন দেশটির সাবেক এই ক্রিকেটার। কারণটাও অবশ্য বলেছেন শেবাগ। আইপিএলে ধোনির দলকে খুব একটা হারাতে পারে না কিংস ইলেভেন পাঞ্জাব। শেবাগ বলেন, ধোনি এখন অধিনায়ক নন, অন্তত এবার কিংসরা পুনেকে হারাতে পারবে!’
পরে অবশ্য ধোনি প্রসঙ্গে প্রশংসাই করেছেন শেবাগ। তিনি বলেন ‘ধোনি ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের অন্যতম। ধোনির অধিনায়কত্ব নিয়ে আমার প্রশ্ন নেই। এটা একেবারেই ফ্র্যাঞ্চাইজির নিজস্ব সিদ্ধান্ত।’

স্পোর্টস ডেস্ক