ভারতই জিতল টেস্ট সিরিজ
দুর্দান্ত ফর্মে থাকা স্বাগতিক ভারতই ছিল ফেভারিট। কিন্তু চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি জিতে কিছুটা চমকই জাগিয়েছিল সফরকারী অস্ট্রেলিয়া। পরের ম্যাচটি জিতে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। সিরিজের তৃতীয় ম্যাচটি ড্র হওয়ায় চতুর্থ ও শেষ ম্যাচটি পরিণত হয়েছিল সিরিজ নির্ধারণী ম্যাচে।
ধর্মশালায় সেই চতুর্থ টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চালিয়েছিল টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ দুই দল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়ে শেষ পর্যন্ত সিরিজ হারের হতাশাতেই ডুবতে হয়েছে স্টিভেন স্মিথদের। চতুর্থ টেস্টে আট উইকেটের দাপুটে জয় দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। ধরে রেখেছে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান।
৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর অস্ট্রেলিয়া গুটিয়ে গিয়েছিল মাত্র ১৩৭ রানে। ফলে ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল ১০৬ রান। তৃতীয় দিনের একেবারে শেষ পর্যায়ে ব্যাটিংয়ে নেমে ১৯ রান সংগ্রহও করে ফেলেছিলেন ভারতের দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরলি বিজয়। আজ চতুর্থ দিনে ভারতকে ব্যাটিং করতে হয়েছে মাত্র ১৭.৫ ওভার। দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে গেছে স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসের ১৪তম ওভারেই ভারত হারিয়েছিল দুই উইকেট। ৮ রান করে প্যাট কামিন্সের শিকার হয়েছিলেন বিজয়। আর চেতেশ্বর পুজারা পরেছিলেন রানআউটের ফাঁদে। ওপেনার রাহুল অপরাজিত ছিলেন ৫১ রান করে। ২৭ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন বিরাট কোহলির পরিবর্তে ভারতকে নেতৃত্ব দেওয়া অজিঙ্কা রাহানে।
এর আগে প্রথম ইনিংসে স্টিভেন স্মিথের শতকে ভর করে অস্ট্রেলিয়া সংগ্রহ করেছিল ৩০০ রান। জবাবে ভারত করেছিল ৩৩২ রান।