অপরিবর্তিত বাংলাদেশ একাদশ
প্রথম ম্যাচে জয় পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য দারুণ লড়াই করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ব্যাট করে ৩১২ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় থারাঙ্গারা। কিন্তু লঙ্কানদের সুখের সময়ে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। ফলে তৃতীয় ম্যাচটি লঙ্কানদের জন্য অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। আর এই ম্যাচটি জিতলে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। প্রথম ম্যাচের একাদশ নিয়েই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছিল মাশরাফির দল। তৃতীয় ম্যাচেও দলে পরিবর্তন আনেনি লাল-সবুজের দল। যার অর্থ ইমরুল কায়েস-সানজামুলদের এই ম্যাচেও সাইড লাইনে বসে থাকতে হচ্ছে।
তবে পরিবর্তন এসেছে শ্রীলঙ্কা একাদশে। বাদ পড়েছেন নুয়ান প্রদীপ। তাঁর বদলে দলে ফিরেছেন সেকুগে প্রসন্ন।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দল : উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, দিমুথ গুনাথিলাকা, নুয়ান কুলাসেকারা, সুরঙ্গা লাকমল, সাচিত পাথিরানা, থিসারা পেরেরা, দিলরুয়ান পেরেরা ও সেকুগে প্রসন্ন।

স্পোর্টস ডেস্ক