পাকিস্তানে দল পাঠাচ্ছে বিসিবি!

২০০৮ সালের পর পাকিস্তানের মাটিতে গিয়ে কোনো সিরিজ খেলেনি বাংলাদেশ। গত কয়েকদিন ধরে আলোচনা শোনা যাচ্ছে, জুনে চ্যাম্পিয়নস ট্রফির পর পাকিস্তানে গিয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বিসিবিকে প্রস্তাব দেয় পিসিবি। বিসিবি নাকি এই প্রস্তাব নাকোচও করে দিয়েছে।
এখন শোনা যাচ্ছে অন্য খবর, জাতীয় দলকে না পাঠালেও বিকল্প কিছু ভাবছে বিসিবি। পাকিস্তানে সফরে যাচ্ছে বিসিবির হাই পারফরম্যান্স দল। পিসিবি সভাপতি শাহরিয়ার খান এ কথা বলেছেন।
এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘আগামী জুলাই-আগস্টে পাকিস্তান বাংলাদেশ সফরে আসবে। এখন তারা যাচ্ছে এবং সব সময় চায় যে, আমরা যেন পাকিস্তান সফরে যাই। আসলে জাতীয় দল পাঠানোর কোনো সুযোগ নেই। বিকল্প কী করা যায় তা নিয়ে আমরা ভাবছি।’
পিসিবি সভাপতি শাহরিয়ার খান বলেন, ‘বাংলাদেশ জাতীয় দল পাঠাতে এখন প্রস্তুত নয়। তবে হাই পারফরম্যান্স দল পাঠানোর ব্যাপারে রাজি হয়েছে তারা। এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার।’
অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান নির্দিষ্ট করে হাই পারফরম্যান্স দলের কথা বলেননি, ‘একটি বয়সভিত্তিক দল পাকিস্তানে পাঠানোর কথা ভাবছি আমরা।’