বাংলাদেশের একাদশ নিয়ে কী বললেন কোচ?

কালো মাটিতে স্পিনের দৌরাত্ম্য দেখে শেষ দুই ওয়ানডের স্কোয়াডে আনা হয়েছে স্পিনার নাসুম আহমেদকে। নাসুমের অন্তর্ভুক্তির পর স্বভাবতই কৌতূহল তৈরি হয়েছে পরের ম্যাচের একাদশ নিয়ে। দ্বিতীয় ওয়ানডেতে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ, সেই প্রশ্ন করা হয়েছে দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে।
মিরপুরে আজ সোমবার (২০ অক্টোবর) সংবাদ সম্মেলনে মুশতাক জবাব দিয়েছেন। তাতে অবশ্য মিশে ছিল হেয়ালিপনা। মুশতাক বলেন, ‘একাদশ কেমন হবে, সেটি আপনারা কাল (আগামীকাল) দুপুর দেড়টার পর জানতে পারবেন।’ পরক্ষণে একাদশ সম্পর্কে না জানার কথা বলেন তিনি।
হারতে হারতে ক্লান্ত হয়ে পড়া বাংলাদেশ পেয়েছে জয়ের দেখা। আফগানিস্তানের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ দল জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। স্পিন নির্ভর উইকেটে প্রথম ম্যাচে আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন।
রিশাদের নেওয়া ৬ উইকেটের পাশে মেহেদী হাসান মিরাজের বোলিংও জ্বলজ্বল করেছে। ১০ ওভারে ৩ মেডেনসহ মাত্র ১৬ রান খরচায় নেন ২ উইকেট। বাংলাদেশ বরাবরই স্পিননির্ভর দল। মিরপুরে যা আরও বেশি। এবার কালো মাটির উইকেট তৈরি করে টনি হেমিং যেন স্পিনে প্রতিপক্ষকে নাজেহাল করার ছক কষেছেন।
এমন উইকেটে জয় এলেও কতটা কাজে দেবে, এসব নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। চুলচেরা বিশ্লেষণের পর অনেকেই বলছেন, জয় পাওয়াটাই মূখ্য। কেননা, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশের জন্য প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ।