শেষ দুই ওয়ানডের স্কোয়াডে ডাক পেলেন আরও এক স্পিনার

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজের তিনটি ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ইতোমধ্যে প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে স্পিনারদের। তাই স্পিন শক্তি বাড়াতে দলে আরও একজন স্পিনারকে যুক্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিসিবি।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডের বাকি দুই ম্যাচের জন্য স্পিনার নাসুম আহমেদকে স্কোয়াডে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। মিরপুরের উইকেট আগে থেকেই স্পিন সহায়ক। প্রথম ম্যাচেও সেটিই দেখা গেছে। ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেটের মধ্যে ৮টিই গেছে স্পিনারদের ঝুলিতে।
অন্যদিকে, ২০২৭ সালে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ঘরের মাঠের এই সিরিজের তিনটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই ঘরের মাঠের সুবিধা ব্যবহার করতে পরের দুই ম্যাচেও স্পিন সহায়ক উইকেট তৈরি করা হবে এটা অনেকটাই নিশ্চিত। যে কারণে স্পিনে শক্তি বাঁড়াতে নাসুমকে দলে নেওয়া হলো।
জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত মোট ১৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন নাসুম। যেখানে শিকার করেছেন ১৬টি উইকেট। এই ১৮ ম্যাচে ওভার প্রতি খরচ করেছেন সাড়ে চারেরও কম রান। সর্বশেষ গত ডিসেম্বরে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই বাংলাদেশের জার্সিতে ওয়ানডে সিরিজ খেলেছিলেন তিনি।
ঘরের মাঠে তিন ম্যাচে সিরিজে প্রথম ম্যাচে ৭৪ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর। মিরপুরেই হবে বাকি দুই ম্যাচও।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।