ক্রিস লিনের ইনজুরি, আইপিএল দরজা খুলল সাকিবের?
দেশি পেসারের অভাব নেই কলকাতা নাইট রাইডার্সে। তবে উমেশ যাদবের না থাকাটা বেশ ভোগাচ্ছে গৌতম গম্ভীরকে। চার বিদেশি ক্রিকেটারের মধ্যে দুজন পেসার খেলাতে হচ্ছে কলকাতাকে। ট্রেন্ট বোল্ট ও ক্রিস উকস যে খারাপ করছে, তা কিন্তু নয়। তবে যাদবের অভাবটা তো আর রিশি ধাওয়ান বা শায়ান ঘোষরা মেটাতে পারবেন না। তাই অনেকটা বাধ্য হয়েই দুজন বিদেশি পেসার নামাতে হচ্ছে। পেসার দৈন্য কাটাতে অঙ্কিত রাজপুতকেও খেলাচ্ছে কলকাতা এমনটা করতে গিয়ে ব্যাটিংয়ে চাপ পড়ছে দলটির। গত ম্যাচে সাকিবের অভাবটা হাড়ে হাড়ে টের পেয়েছেন গৌতম গম্ভীর। দলের প্রয়োজনের সময় সূর্যকুমার যাদব বা ইউসুফ পাঠানরা ব্যর্থ হয়েছেন। এমনকি অলরাউন্ডার ক্রিস উকসও কিছু করতে পারেননি। ব্যাটিংয়ের পর বোলিংয়েও ব্যর্থ হয়েছেন উকস। বোল্ট আর উকস মিলে দিয়েছেন ৮১ রান। স্পিনে দলটির অন্যতম ভরসা কুলদীপ যাদব দিয়েছেন ৩৫ রান। নারাইন ভালো বল করলেও ছিলেন উইকেটশূন্য। এ কারণেই কলকাতার পরবর্তী ম্যাচে অটোমেটিক চয়েস হিসেবে দলে থাকার কথা সাকিব আল হাসানের।
কলকাতার সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে ক্রিস লিনের ইনজুরিতে। মুম্বাইয়ের বিপক্ষে প্রায় অসম্ভব একটা ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন অসি ব্যাটসম্যান লিন। চোটটা বেশ গুরুতরই মনে করা হচ্ছে। ম্যাচের বাকিটা সময় আর মাঠেই নামতে পারেননি লিন। ধারণা করা হচ্ছে, এখানেই থেমে যেতে পারে লিনের এবারের আইপিএল যাত্রা। কারণ, গত ১৮ মাসে তৃতীয়বারের মতো একই কাঁধে চোট পেলেন লিন।
কলকাতার পরের ম্যাচটা পাঞ্জাবের বিপক্ষে আগামী বৃহস্পতিবার। সেই ম্যাচে দলের সঙ্গে থাকবেন উমেশ যাদব। ঘরের মাঠ ইডেনে হবে ম্যাচটি। স্পিনবান্ধব পিচে তাই বোল্ট বা উকস একজন বাদ পড়ছেন, সেটা প্রায় নিশ্চিত। লিনের জায়গায় খেলতে পারেন ড্যারেন ব্রাভো বা রভম্যান পাওয়েল। এমনকি কলিন ডি গ্রান্ডহোমকে কেকেআরের স্কোয়াডে দেখলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। সেই ম্যাচে সাকিবের থাকাটা প্রায় নিশ্চিত। ইডেনের পিচে সাকিবের অতীত পারফরম্যান্সই তাঁকে জায়গা করে দেবে, এমনটাই ভাবছেন ক্রিকেট বিশ্লেষকরা।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করেই আইপিএল খেলতে ভারতে রওনা হন সাকিব। তবে প্রথম দুই ম্যাচে সাইডলাইনে বসে ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক