আজ তিন গোল হলেই মেসির সেঞ্চুরি
প্রায় এক যুগ ধরে ফুটবল বিশ্বে আলোচনার শীর্ষে লিওলেন মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৫ সালের পর থেকেই এই দুই তারকার মধ্যে অদৃশ্য ও ঠান্ডা লড়াই চলছে। কে কাকে ছাড়িয়ে যাবেন এমন একটা প্রতিযোগিতা চলছে নিজেদের মধ্যে। ব্যতিক্রম নয় এবারের চ্যাম্পিয়ন্স লিগের ক্ষেত্রেও। ইউরোপ সেরার লড়াইয়ে মেসি ও রোনালদোর মধ্যে কে আগে গোলের সেঞ্চুরি পূর্ণ করবেন এমন একটা লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রীড়াপ্রেমীরা।
চ্যাম্পিয়ন্স লিগে ৯৮ গোল নিয়ে তালিকার সবার ওপরে রয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার চেয়ে খুব বেশি পিছিয়ে নেই বার্সেলোনা তারকা লিওনেল মেসি। ৯৭ গোল নিয়ে রোনালদোর ঘাড়ে নিশ্বাস ফেলছেন মেসি।
নিশ্চিতভাবে এই মৌসুমেই গোলের সেঞ্চুরিটা করে ফেলবেন এই দুই তারকা। সেঞ্চুরি করা প্রথম সুযোগটা পাচ্ছেন মেসি। আজ রাতে জুভেন্টাসের বিপক্ষে তিন গোল করতে পারলেই গোলের শতক পূর্ণ করবেন আর্জেন্টাইন তারকা ফুটবলার।
আজ মেসি না পারলে আগামীকাল রাতে সুযোগটা থাকবে রোনালদোর সামনে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে জোড়া গোল করলেই ইউরোপ সেরার মঞ্চে প্রথম ফুটবলার হিসেবে শততম গোলের রেকর্ডটা করবেন রোনালদো।
মেসির অনেক আগেই শততম গোলের রেকর্ডটা পূর্ণ করার কথা ছিল রোনালদোর। ৯৬টি গোল নিয়ে এবারের আসর শুরু করেন রোনালদো। তবে এ বছরটা ভালোভাবে কাটাতে পারেননি সিআরসেভেন। এবার মাত্র দুটি গোল করেছেন তিনি। আর ৮৬ গোল নিয়ে এবারের আসর শুরু করেন মেসি। এরই মধ্যে ১১ গোল করে ফেলেছেন তিনি।
আজ তাই তিনটি গোল তো করতেই পারেন বার্সেলোনা তারকা।

স্পোর্টস ডেস্ক