জয়ে শুরু মুশফিক-মাশরাফির রূপগঞ্জের
গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শিরোপাজয়ের খুব কাছাকাছি গিয়েও শেষপর্যন্ত হতাশ হতে হয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জকে। এবার বাংলাদেশের অন্যতম সফল দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়ে নতুনভাবে শিরোপাজয়ের মিশনে নেমেছে তারা। মাশরাফি-মুশফিকের দারুণ নৈপুণ্যে সেই মিশনের শুরুটাও হয়েছে ভালোভাবেই। আজ নিজেদের প্রথম ম্যাচে রূপগঞ্জ চার উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
প্রথমে বল হাতেই জয়ের কাজটা অনেকখানি এগিয়ে রেখেছিলেন রূপগঞ্জের ক্রিকেটাররা। ব্রাদার্স ইউনিয়নকে আটকে দিয়েছিলেন মাত্র ২০৬ রানের মধ্যে। ৮ ওভার বল করে মাত্র ২৮ রানের বিনিময়ে মাশরাফি নিয়েছিলেন দুটি উইকেট। ব্যাট হাতে রূপগঞ্জকে জয়ের বন্দরে নিয়ে গেছেন অধিনায়ক মুশফিক। ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন বাংলাদেশ টেস্ট দলের এই অধিনায়ক। ব্যাট হাতে মাশরাফিও করেছেন ১৭ রান।
২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি রূপগঞ্জের। প্রথম ১০ ওভারের মধ্যেই সাজঘরে ফিরেছিলেন আবু সায়েম ও মাহমুদুল হাসান। তবে এরপর শক্ত হাতে দলের হাল ধরেন অধিনায়ক মুশফিক। চতুর্থ উইকেটে নাঈম ইসলামকে সঙ্গে নিয়ে তিনি যোগ করেন ৫০ রান। ২৮তম ওভারে নাঈম ফিরে যান ২৫ রান করে। সাত নম্বরে ব্যাট করতে নেমে মাশরাফি খেলেন ১৭ রানের ইনিংস। দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে না পড়লে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণটা আরো ভালোভাবে দিতে পারতেন মাশরাফি। শেষপর্যায়ে ১৯ রান করে অপরাজিত ছিলেন মোশাররফ হোসেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাশুকুর রহমানের ৬৫, ধীমান ঘোষের ৩০, কাজী কামরুলের ২৯ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ২০৬ রান জমা করেছিল ব্রাদার্স ইউনিয়ন।
বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন রূপগঞ্জের মোহাম্মদ শরিফ। ৯ ওভার বল করে মাত্র ২৫ রানের বিনিময়ে নিয়েছেন তিনটি উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন মাশরাফি ও আসিফ হাসান।

স্পোর্টস ডেস্ক