প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নামতেই হয়নি মুস্তাফিজকে

জাতীয় দলের হয়ে ব্যস্ততার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকে দলের সঙ্গে যোগ দিতে পারেননি বাংলাদেশের তরুণ তুর্কি মুস্তাফিজুর রহমান। বাঁ হাতি এই পেসার গতকাল মঙ্গলবারই ভারতে গিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজই মাঠে নেমে পড়েছেন তিনি। প্রথম সেই ম্যাচে দলের হয়ে ব্যাটিংয়ে নামার সুযোগই পাননি তিনি।
আইপিএলে আজ বুধবার মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাট করতে নেমে ১৫৮ করেছে। আট উইকেট হারিয়ে তারা এই ইনিংস গড়লেও কাটার-মাস্টারকে নিজের প্রথম ম্যাচে ব্যাট করতে নামতেই হয়নি।
এই ম্যাচে হায়দরাবাদ প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল। উদ্বোধনী জুটিতে ৮১ রান করে বড় ইনিংস গড়ার আভাসও দিয়েছিল তারা। পরে অবশ্য মিডেলঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় খুব বড় ইনিংস ছুড়ে দিতে পারেনি প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ানসের সামনে।
ব্যাট হাতে মুস্তাফিজকে মাঠে নামতে না হলেও বলহাতে যে নামবেন সেটা বলার অপেক্ষা রাখে না। বোলিংয়ে তিনি কতটা ঔজ্জ্বল্য ছড়ান, সেটাই এখন দেখার বিষয়।
গত মৌসুমে বলহাতে দারুণ সফল ছিলেন মুস্তাফিজ। তিনি ১৬ ম্যাচ খেলে নিয়েছিলেন ১৭ উইকেট। আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছিলেন তিনি।