ভারতের পাশে থাকছে বাংলাদেশ

২০১৪ সালে পাস হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘তিন মোড়ল’ নীতি। এই নীতিতে ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইসিসির সম্ভাব্য আয়ের ২৭ দশমিক ৪ শতাংশ বণ্টন হতো এভাবে, অস্ট্রেলিয়া ২ দশমিক ৭ ভাগ, যুক্তরাজ্য ৪ দশমিক ৪ ভাগ এবং ভারত একাই নেবে ২০ দশমিক ৩ ভাগ!
‘বিগ থ্রি’র এই নীতি নিয়ে কম সমালোচনা হয়নি। তাই এখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। নতুন অর্থনৈতিক মডেলে সাম্য নিয়ে আসার চেষ্টা করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এই বিষয়টি নিয়ে এ মাসের শেষ দিকে আইসিসির সভা বসছে। সে সভার বিষয়ে ভারতীয় বোর্ড পরিচালনা কমিটির (সিওএ) প্রধান বিনোদ রাইয়ের সঙ্গে আলোচনা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এখন ভারতে।
এ ব্যাপারে নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা কোনো সদস্য দেশকেই হতাশ করতে চাই না। বিশেষ করে ভারতকে। সব সময়ই তারা আমাদের সাহায্য করে এসেছে। ভারত দুর্বল হলে আমরাও দুর্বল হয়ে যাব।’
এই বিষয়ে বাংলাদেশ যে ভারতের পক্ষেই থাকছে, তা এখন অনেকটাই পরিষ্কার।
এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘আইসিসির লভ্যাংশ যৌক্তিক ভাগাভাগি হোক সেটা আমরা চাই। কিন্তু ভারতের ভাগ কেড়ে নেওয়া হোক সেটা আমরা চাই না।’