‘ঘুরে দাঁড়াবেন মুস্তাফিজ’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মৌসুমে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নজর কেড়েছিলেন মুস্তাফিজুর রহমান। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। এবারও সেই ‘ফিজ’-এর অপেক্ষায় দিন গুনছিলেন সানরাইজার্স হায়দরাবাদের সমর্থকরা। কিন্তু গতকাল নিজের প্রথম ম্যাচটি খেলতে নেমে ভক্তদের হতাশই করেছেন বাংলাদেশের তরুণ এই বাঁহাতি পেসার। ২.৪ ওভার বল করে দিয়েছেন ৩৪ রান। পরিসংখ্যানটা মোটেই মুস্তাফিজসুলভ না। তবে পরবর্তী ম্যাচগুলোতে তিনি ঘুরে দাঁড়াবেন বলেই বিশ্বাস ভুবনেশ্বর কুমারের।
আইপিএলের গত মৌসুমে দারুণ জমেছিল মুস্তাফিজ-ভুবনেশ্বরের জুটি। শুরু ও শেষে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ভালোই নাকাল করেছিলেন এই দুই পেসার। এবারের মৌসুমেও ভুবনেশ্বর আছেন দারুণ ছন্দে। তিন ম্যাচেই সংগ্রহ করে ফেলেছেন সাতটি উইকেট। গতকাল মুম্বাইয়ের বিপক্ষেও পেয়েছেন তিনটি উইকেট। কিন্তু মুস্তাফিজ খেলতে পারেননি নামের প্রতি সুবিচার করে। তাঁর করা প্রথম ওভারেই ১৯ রান সংগ্রহ করেছিলেন মুম্বাইয়ের ব্যাটসম্যানরা। তবে আগামী ম্যাচগুলোতে যে মুস্তাফিজ ঘুরে দাঁড়াবেন, তা বেশ জোর দিয়েই বলেছেন ভুবনেশ্বর, ‘সে ঘুরে দাঁড়াবে। এটা তার জন্য একটা খারাপ দিন ছিল। গত বছর সে আমাদের অন্যতম প্রধান বোলার ছিল। তাকে নিয়ে নতুন করে কথা বলার কিছু নেই। সে মাত্র একটা ম্যাচ খেলল। আমরা খুবই নিশ্চিত যে সে ঘুরে দাঁড়াবে।’
২০১৬ সালের আইপিএলের শেষপর্যায়ে ইনজুরির কবলে পড়েছিলেন মুস্তাফিজ। এ জন্য কাঁধে অস্ত্রোপচারও করাতে হয়েছিল তাঁকে। পুনর্বাসন শেষে মাঠে ফিরে এখনো সেভাবে জ্বলে উঠতে পারছেন না ফিজ। বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েও ছিলেন নিজের ছায়া হয়ে। দুটি টেস্টে নিয়েছিলেন আটটি উইকেট। তিনটি ওয়ানডেতে পেয়েছিলেন ছয়টি উইকেট। তাঁর বল বেশ অনায়াসেই খেলেছিলেন লঙ্কান ব্যাটসম্যানরা। তিনটি ম্যাচেই তিনি দিয়েছিলেন ওভারপ্রতি পাঁচের বেশি রান। শ্রীলঙ্কা সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচেই শুধু জ্বলে উঠতে পেরেছিলেন কাটার মাস্টার। চার ওভার বল করে মাত্র ২১ রানের বিনিময়ে নিয়েছিলেন চারটি উইকেট।
এখন আইপিএলের পরবর্তী ম্যাচগুলোতে তিনি জ্বলে উঠতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়।