জাহির খানের সমর্থনে গ্যালারিতে বলিউড সুন্দরী
প্রায় আট মাস ধরেই সাগরিকার সঙ্গে প্রেম চলছে জাহির খানের। এক পার্টিতে আলাপ হয় দুজনের। সাগরিকাকে প্রথম দর্শনেই ‘ক্লিন বোল্ড’ করে দেন জাহির। সে থেকেই এক সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায় দুজনকে। কিছুদিন আগে যুবরাজ সিংয়ের বিয়ের অনুষ্ঠানেও সাগরিকাকে নিয়ে হাজির হয়েছিলেন জহির।
এ তো গেল প্রেমের খবর। এখন দেখা যাচ্ছে আইপিএলের ম্যাচে জাহির খানকে উৎসাহ দিতে বলিউডের অভিনেত্রী সাগরিকা ঘাটগে চলে যান মাঠেও। গ্যালারিতে বসে বন্ধুকে সমর্থন জোগান তিনি।
এ ব্যাপারে সাগরিকা বলেন, ‘বর্তমান সময়টা ভালোই কাটছে আমার। এর আগে কখনই ব্যক্তিগত জীবন নিয়ে সর্বসমক্ষে কিছু বলিনি। কারণ, ব্যক্তিগত বিষয় নিয়ে জনসমক্ষে চর্চা হওয়া উচিত নয়।’

আর জহিরের সঙ্গে সম্পর্ক নিয়ে সাগরিকা বলেন, ‘বরাবরই যেমন লো প্রোফাইল থেকেছি, সেই রকমই থাকব। এখন কারোর সঙ্গে আমার সম্পর্কের চর্চা হচ্ছে বলে সবার সামনে মুখ খুলতে পারব না। তবে এটা স্বীকার করতে কোনো লজ্জা নেই যে, জাহিরের খেলার প্রতি আমি যথেষ্টই শ্রদ্ধাশীল।’
তাই গতকাল শনিবার ফিরোজ শাহ কোটলায় হাজির হয়ে গেলেন ‘চক দে ইন্ডিয়া’-খ্যাত এই অভিনেত্রী। যুবরাজের বিয়ের রিসেপশন পার্টিতে দুজনকে একসঙ্গে দেখার পরই গুঞ্জন ছড়িয়ে পড়ে তাঁদের প্রেম নিয়ে। পরে সাগরিকা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকারও করেন। অবশ্য এ ব্যাপারে জহিরের মুখ থেকে এখন পর্যন্ত কিছু শোনা যায়নি।

ক্রীড়া প্রতিবেদক