বিকেলে নামছে সাকিবের কলকাতা, রাতে মুস্তাফিজের হায়দরাবাদ
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ খেলছে কলকাতা নাইট রাইডার্স। চার ম্যাচের মাত্র একটিতে হারের স্বাদ পেয়েছে গৌতম গম্ভীরের দল। দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারের পর টানা দুটি ম্যাচে জিতেছে দলটি। পঞ্চম ম্যাচে কলকাতার প্রতিপক্ষ আজ দিল্লি ডেয়ারডেভিলস। সোমবার ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।
শ্রীলঙ্কা সফর শেষেই কলকাতা দলের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান। তবে এবারের আসরে এখন পর্যন্ত মাঠে নামতে হয়নি তাঁকে। সাকিব আজও খেলবেন কি না, নিশ্চিত নয়। কারণ, দল হিসেবে দারুণ ছন্দে রয়েছে কলকাতা। আজ অবশ্য সাকিবের খেলার ক্ষীণ একটা সম্ভাবনা রয়েছে। গত ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন নিউজিল্যান্ডের কলিন ডি গ্রান্ডহোম। আজকের ম্যাচটি যেহেতু দিল্লিতে, তাই সাকিবকে খেলানোর বিষয়ে ভাবতে পারে কলকাতা। কারণ, নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দারুণ বল করেছিলেন শাহবাজ নাদিম ও অমিত মিশ্র। দিল্লির স্লো ও টার্নিং উইকেটে তাই সাকিবকে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স। তেমনটা হলে আজ সাইডলাইনে বসে থাকতে হতে পারে গ্রান্ডহোমকে।
দিনের অপর ম্যাচে রাত সাড়ে ৮টায় ঘরের মাঠে কিংস ইলেভেন পাঞ্জাব খেলবে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। এই ম্যাচে সানরাইজার্সরা দলে রাখতে পারে মুস্তাফিজকে! আইপিএলের গত আসরে এই পাঞ্জাবের বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।
ঘরের মাঠে এর আগে দুটি ম্যাচেই জয় পেয়েছিল হায়দরাবাদ। তবে এরপরই টানা দুটি ম্যাচ হেরে যায় গত আসরের শিরোপাধারীরা। আজকের ম্যাচে বেন কাটিং বা হেনরিকসের কেউ একজন বাদ পড়তে পারেন। দলে ফিরতে পারেন মুস্তাফিজ, মোহাম্মদ নবী বা বেন লাফলিনের মধ্যে যে কেউ। সে ক্ষেত্রে নবীর সম্ভাবনাই বেশি।

স্পোর্টস ডেস্ক