তেভেজের গোলে শেষ হাসি আর্জেন্টিনার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/27/photo-1435372178.jpg)
মেসি নয়, আর্জেন্টিনার ত্রাণকর্তা হলেন কার্লোস তেভেজ। পেনাল্টি শুটআউটে দলের কনিষ্ঠ সতীর্থ মার্কো রোহো গোল মিস করার পর আর্জেন্টিনা শিবিরে যে মেঘ ঘনিয়েছিল, কয়েক মিনিট পরই তা সরিয়ে নায়ক বনে যান ‘বুড়ো’ তেভেজ। তাঁর এই গোলেই শেষ হাসিটা থাকল আর্জেন্টিনার। সেমিতে পৌঁছে কোপা আমেরিকার শিরোপার স্বপ্ন বেঁচে রইল।
চিলির ভিনা দেল মার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলই গোল করতে পারেনি। অতিরিক্ত চার মিনিটেও অধরা থাকল গোল।
শেষ নিয়তি হিসেবে খেলা গড়াল টাইব্রেকারে। সেখানেও গোল দেওয়ার পাশাপাশি গোল করতে না পারার মহড়া চলে। কলম্বিয়ার জুনিগার শটটি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন রোমেরো। আর শেষ দিকে তেভেজ করলেন লক্ষ্যভেদ। আর তাতেই ৫-৪ গোলে কলম্বিয়াকে হারাল আর্জেন্টিনা।
কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটিতে প্রথম ৪৫ মিনিট খেলার পুরো নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার। লিওনেল মেসির নেতৃত্বে ডি মারিয়া, আগুয়েরোর আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে কলম্বিয়া। তবে বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কলম্বিয়া। আক্রমণ আরো শাণ দিতে দলের উইঙ্গার ফ্যালকাওকে নামিয়েছিলেন কোচ হোসে পেকারম্যান। কিন্তু ফ্যালকা কিছু তো করতে পারেনইনি, উল্টো হলুদ কার্ড দেখেছেন।
পেনাল্টিতে আর্জেন্টিনার পক্ষে মেসি, গ্যারাই, বানেগা, লাভেজ্জি ও তেভেজ গোল করেন। অন্যদিকে কলম্বিয়ার রদ্রিগেজ, ফ্যালকাও, কোয়াদ্রাদোও কারদোনা গোল করেন।
টাইব্রেকারে কলম্বিয়ার হয়ে গোল করতে পারেননি মুরিয়েল, জুনিগা, মুরিল্লো। আর্জেন্টিনার বিগলিয়া ও রোহো গোল মিস করেছেন।