রোনালদোর বান্ধবী গর্ভবতী?

সম্প্রতি কর ফাঁকির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ক্রিস্টিয়ানো রোনালদো সেটাকে যে খুব একটা পাত্তা দিচ্ছেন না তা বোঝাই যাচ্ছে। অবশ্য এখন আবার নতুন করে আলোচনায় এনেছেন সিআর সেভেন, আবার নাকি বাবা হতে যাচ্ছেন তিনি। নতুন বান্ধবী জর্জিয়ানা রদ্রিগেজের গর্ভে তাঁর সন্তান আসছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো তা ফলাও করে প্রচারও করছে।
এই বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে যখন রোনালদোর বান্ধবী সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসকের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। এর পর আলোচনা কয়েকগুণ বেড়ে যায় রোনালদো নিজে যখন বান্ধবীর সঙ্গে একটা ছবি পোস্ট করেছেন, আর সেই ছবিতে দেখা যাচ্ছে যে তাঁর বাঁ হাত তাঁর বান্ধবীর পেটে। তখনই আলোচনা ছড়িয়ে পড়ে যে তাহলে কি আবার বাবা হতে চলেছেন তিনি।
পরে বাধ্য হয়েছেন রোনালদোর মা বিষয়টি নিয়ে কথা বলতে। এ ব্যাপারে তিনি বলেন, ‘না, এখন বাবা হচ্ছেন না রোনালদো।’
পরে অবশ্য জানা যায় রোনালদোর বান্ধবী যে চিকিৎসকের সঙ্গে ছবি পোস্ট করেছেন, তিনি আসলে মাদ্রিদের একজন বিখ্যাত প্লাস্টিক সার্জারি স্পেশালিস্ট।
অবশ্য এই বিষয়ে মুখ খোলেননি এই পর্তুগিজ তারকা। কিছু বলছেন নাতাঁর বান্ধবীও।
রাশিয়ান সুপার মডেল ইরিনা শায়াকের সঙ্গে রোনালদোর সম্পর্কটা চুকেবুকে যাওয়ার পরই গত বছর নভেম্বরে এই পর্তুগিজ উইঙ্গার সম্পর্কে জড়ান স্পেনের জর্জিয়ানার সঙ্গে। তবে তাঁদের সম্পর্কটা যে অনেক দূর গড়িয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।