শ্রীলঙ্কাকে ৩২২ রানের চ্যালেঞ্জ ভারতের
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৬৮ রানের নজরকাড়া ইনিংস খেলেছিলেন শিখর ধাওয়ান। আজ শ্রীলঙ্কার বিপক্ষেও দারুণ ব্যাটিং করে শতক পূর্ণ করেছেন বাঁহাতি এই ওপেনার। ধাওয়ানের শতক আর রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনির অর্ধশতকে ভর করে ভারত পেয়েছে ৩২১ রানের বড় সংগ্রহ।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১২৪ রানের দাপুটে জয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শুরুটা দারুণভাবে করেছিল ভারত। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলতে পারবে গতবারের শিরোপাজয়ীরা। সেই লক্ষ্যে শুরুতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে বড় সংগ্রহই জমা করেছে ভারত। ধাওয়ান খেলেছেন ১২৫ রানের লড়াকু ইনিংস। আরেক ওপেনার রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ৭৮ রান। আর শেষপর্যায়ে ধোনি খেলেছেন ৫২ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস।
ইনজুরি কাটিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছেন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। শুরুতে টসও জিতেছিলেন লঙ্কান অধিনায়ক। কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্তের যথার্থতা ভালোমতো প্রমাণ করতে পারছেন না শ্রীলঙ্কার বোলাররা। প্রথম ১৩ ওভারে কোনো উইকেটের দেখা পায়নি শ্রীলঙ্কা। ১৩৮ রানের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটি গড়ে ভারতকে ভালো সূচনা এনে দিয়েছেন ধাওয়ান ও রোহিত শর্মা। ২৫তম ওভারে এই জুটি ভেঙে লঙ্কান শিবিরে স্বস্তি ফিরিয়েছেন লাসিথ মালিঙ্গা। ৭৮ রান করে ফিরে গেছেন রোহিত। পরের ওভারে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকেও সাজঘরমুখী করেছেন নুয়ান প্রদীপ। রানের খাতা না খুলেই ফিরে গেছেন কোহলি।
গত ম্যাচে অর্ধশতক করা যুবরাজ সিং আজ শ্রীলঙ্কার বিপক্ষে করতে পেরেছেন মাত্র ৭ রান। শেষপর্যায়ে ভারতের পক্ষে প্রায় একাই লড়েছেন ধোনি। শেষ ওভারে আউট হওয়ার আগে খেলেছেন ৫২ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস। একটি ছয় ও একটি চার মেরে উমেশ যাদব করেছেন ১৭ রান।
শ্রীলঙ্কার পক্ষে দুটি উইকেট পেয়েছেন লাসিথ মালিঙ্গা। একটি করে উইকেট গেছে সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, থিসারা পেরেরা ও আসেলা গুনারত্নের ঝুলিতে।
ভারত একাদশ : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার।
শ্রীলঙ্কা একাদশ : অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, নিরোশান দিকভেল্লা, আসেলা গুনারত্নে, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, সেকুগে প্রসন্ন, লাসিথ মালিঙ্গা, দানুশকা গুনাতিলকে ও সুরঙ্গা লাকমল।

স্পোর্টস ডেস্ক