সেমিফাইনাল নয়, বাংলাদেশের ভাবনা নিউজিল্যান্ড ম্যাচ
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নিশ্চিত হার এড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলার আশা জাগিয়ে রেখেছে বাংলাদেশ। বাংলাদেশের ঝুলিতে এখন ১ পয়েন্ট। আর নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ জিততে পারলেই শেষ চারে খেলার সম্ভাবনাটা উজ্জ্বল হয়ে উঠবে বাংলাদেশের।
ওপেনার তামিম ইকবালের বিশ্বাস পরের পর্বে খেলার দারুণ সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তবে আপাতত তা নিয়ে ভাবতে চান না তাঁরা। তাদের মূল লক্ষ্য নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে জয় ঘরে তোলা। কিউইদের বিপক্ষে সে ম্যাচ জিততে পারলে হয়তো সেমিতে খেলার সুযোগ তৈরি হতে পারে বাংলাদেশের।
তাই আগেই এক পা বাড়ানোর পক্ষে নন তামিম ইকবাল। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের মূল ভবনা এখন শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ঘিরেই। সে ম্যাচ জিততে পারলে কী হবে, তা নিয়ে আগেই ভাবতে চাই না আমরা। সে রকম ভাবনা নিয়ে খেলতে নামাটা আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না।’
তবে সেমিতে খেলার দারুণ সুযোগ রয়েছে সেটা বিশ্বাস করেন এই বাংলাদেশি ওপেনার, ‘এটা ঠিক আমাদের সামনে সেমিফাইনালে খেলার দারুণ একটি সুযোগ রয়েছে। আর সে সুযোগ কাজে লাগাতে হলে আগে আমাদের জন্য জরুরি পরের ম্যাচ জেতা।’
টানা দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অস্ট্রেলিয়ার সংগ্রহ এখন দুই পয়েন্ট। চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপের সমীকরণটা এখন এমন অবস্থায়, শেষ ম্যাচে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারে, আর ইংল্যান্ড যদি শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে বাংলাদেশের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়ে যাবে।
আগামীকাল শুক্রবার আসরে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। এর আগে প্রথম ইংল্যান্ডের কাছে হেরেছিল লাল-সবুজের দল। আর বৃষ্টির বাগড়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট ঝুলিতে পুরে মাশরাফিরা।

ক্রীড়া প্রতিবেদক