সাকিব-এনামুলের পর ইমরুল
সাকিব আল হাসানের পর রেকর্ডটা হওয়ার কথা ছিল সাব্বির রহমানের। তবে এবারের আসরে ব্যাটটা ভালোভাবে কথা বলেনি এই দুই ব্যাটসম্যানের হয়ে। সাকিব কোনোমতে হাজার রানের ক্লাবে নিজের নাম লেখাতে পারলেও অপেক্ষায় রয়েছেন সাব্বির রহমান। এর মধ্যে অবশ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হাজার রান পূর্ণ করে ফেলেছেন এনামুল হক বিজয়। আজ শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিপিএলে এক হাজার রান পূর্ণ করলেন ইমরুল কায়েসও।
শনিবার টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাশরাফির জোড়া আঘাতে কুমিল্লার ইনিংসে কাঁপন ধরলেও ভয় পাননি ইমরুল কায়েস। দারুণ ব্যাটিং করে দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন তিনি।
এবারের আসরে দারুণ ব্যাটিং করছেন ইমরুল। পাঁচ ম্যাচে করেছেন ১৮১ রান। গড়টা ৬০-এর বেশি! তিন ম্যাচে ৪০-এর বেশি রান করেছেন এই ব্যাটসম্যান। তাঁর ব্যাটে ভর করেই মূলত গত চার ম্যাচের তিনটিতে জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
হাজার রান পূর্ণ করতে ১৬ রান দরকার ছিল ইমরুলের। নাজমুল ইসলাম অপুর করা অষ্টম ওভারের প্রথম বলে চার মেরে হাজার রানের ক্লাবে নিজের নাম লেখান ইমরুল।
বিপিএলে এই পর্যন্ত পাঁচজন ব্যাটসম্যান হাজার রান করেছেন। ৫২ ম্যাচে ১২৩৭ রান করেছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৫৬ ম্যাচে ১২১১ করেছেন এই ব্যাটসম্যান। তালিকার তৃতীয় নামটি তামিম ইকবালের। মাত্র ৩৬ ম্যাচে ১০৫১ রান করেছেন টাইগার ওপেনার। চতুর্থ নামটি সাকিব আল হাসানের। ৫৩ ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডারের সংগ্রহ ১০৪৪ রান। ৫৪ ম্যাচে ১০২৪ রান করেছেন এনামুল হক বিজয়। আজ ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত এই রেকর্ডে নাম লেখালেন ইমরুল।

স্পোর্টস ডেস্ক