রাজশাহীর বিপক্ষে ঢাকার ২০৫ রানের পাহাড়
কথায় বলে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। ক্রিকেটীয় এই বাক্যটির সারমর্ম আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজশাহী কিংস। দলটির ফিল্ডাররা আজ ক্যাচ মিসের মহড়া দিয়েছেন। আর এই সুযোগে রানের পাহাড় গড়েছে ঢাকা ডায়নামাইটস। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছেন সাকিব আল হাসানরা। ঢাকার রানের পাহাড়ে ওঠার পেছনে রাজশাহীর ফিল্ডারদের অনেক বড় অবদান আছে। চারটি ক্যাচ মিস করেছেন মুমিনুলরা।
প্রথমে ব্যাটিং করতে নেমে রান পাচ্ছিলেন না সুনীল নারাইন ও জো ডেনলি। রানের জন্য হন্যে হয়ে ওঠা নারাইন আউট হতে পারতেন তৃতীয় ওভারে। সেবার তাঁর ক্যাচ মিস করেন মুমিনুল। পরের ওভারে এই ক্যারিবীয় ব্যাটসম্যানকে জীবন দেন কাজী অনিক। নারাইনের রান তখন ১১। সপ্তম ওভারে আবার জীবন পান নারাইন। এবার ক্যাচ ছাড়েন সামিত প্যাটেল। নারাইনকে আউট করার আরো দুটি সুযোগ নষ্ট করে রাজশাহী।
একের পর এক জীবন পাওয়া নারাইন করেন ৩৪ বলে ৬৯। সতীর্থ ওপেনার জো ডেনলি করেন ৫৩ রান। এই দুজন ব্যাটসম্যানই ঢাকার বড় জয়ের রাস্তাটা করে রাখেন। এরপর পোলার্ডের ১৫ বলে ৩৩ ও আফ্রিদির ৭ বলে ১৪ রানে ভর করে ২০৫ রান সংগ্রহ করে ঢাকা।
এবারের আসরে ১০ ম্যাচের পাঁচটিতে জিতেছে সাকিব আল হাসানের দল। এই ম্যাচটি জিতলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে আসরের বর্তমান শিরোপাধারীদের।

স্পোর্টস ডেস্ক