শুরু হলো দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের বাকি অংশ

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফার ম্যাচের দ্বিতীয় অংশ শুরু হয়েছে। গতকালের এক উইকেটে ৫৫ রান নিয়ে আজ আবার ব্যাটিং শুরু করেছে রংপুর। গতকাল রোববার মেঘলা আবহাওয়া উপেক্ষা করে ম্যাচ শুরুর অনেক আগে থেকে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির ছিল দুদলের সমর্থকরা। ম্যাচটা যথাসময়ে শুরু হলেও মিনিট চল্লিশেক পরেই ধেয়ে আসে বেরসিক বৃষ্টি। প্রায় তিন ঘণ্টা পর বৃষ্টি থামলেও খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। এই কারণে টুর্নামেন্টের বাইলজ পরিবর্তন করে রিজার্ভ ডেতে নিয়ে যাওয়া হয় ম্যাচের বাকি অংশটুকু।
রোববার সাড়ে ৯টার দিকে বৃষ্টি কমলেও মাঠ খেলার উপযোগী হয়ে ওঠেনি। তবে শেষ পর্যন্ত পাঁচ ওভারের ম্যাচ গড়ানোর একটা সিদ্ধান্ত হয়। তবে তাতেও কোনো কাজ হয়নি। একটা সময় ম্যাচের সময় আরো দুই ঘণ্টা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত ম্যাচটি পরের দিন খেলতে রাজি হন দুই দলের অধিনায়ক।
গতকাল ম্যাচে টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লার দলপতি তামিম ইকবাল। সাত ওভার শেষে এক উইকেট হারিয়ে ৫৫ রান করে রংপুর। এর পরই শুরু হয় বৃষ্টি। জনসন চার্লস ৪৬ এবং ব্রেন্ডন ম্যাককালাম চার রান নিয়ে অপরাজিত ছিলেন।