ব্রাজিল দলে কাকার প্রত্যাবর্তন

একসময় ছিলেন ব্রাজিলের অপরিহার্য খেলোয়াড়। তবে সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলার কাকা দীর্ঘদিন যেন ‘ব্রাত্য’ ছিলেন জাতীয় দলে। ২০১৩ সালের কনফেডারেশনস কাপ, গত বছরের বিশ্বকাপ আর গত জুন-জুলাইয়ের কোপা আমেরিকায় স্বদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। অবশেষে কাকার প্রতীক্ষার প্রহর শেষ হলো, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন তিনি। কোপা আমেরিকায় ব্যর্থ ব্রাজিলকে ঢেলে সাজানোর লক্ষ্যে এই অ্যাটাকিং মিডফিল্ডারের ওপরে ভরসা রাখছেন দুঙ্গা। আগামী মাসে অনুষ্ঠেয় দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে কাকাকে রেখেছেন ব্রাজিল কোচ।
৫ সেপ্টেম্বর ব্রাজিল খেলবে কোস্টারিকার বিপক্ষে। তিন দিন পর মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের।
দ্বিতীয় দফা ব্রাজিল কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই ৩৩ বছর বয়সী কাকার ওপর নজর রাখছিলেন দুঙ্গা। কোপা আমেরিকার প্রাথমিক দলে ডেকেওছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্যকে। যদিও চূড়ান্ত দলে সুযোগ পাননি। তবে এবার আর কাকাকে ‘ব্রাত্য’ করে রাখছেন না দুঙ্গা। দল ঘোষণার সময় তিনি বলেছেন, ‘কাকা আমাদের দলের এক উল্লেখযোগ্য খেলোয়াড়। অভিজ্ঞতা আর পরিপক্বতার কারণে আমরা তাঁকে দলে নিয়েছি। মাঠে ও মাঠের বাইরে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
তবে ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন তারকা ডিফেন্ডার ও সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা। তাঁর জায়গায় দলে এসেছেন আর্সেনালের ডিফেন্ডার গাব্রিয়েল পউলিস্তা। ব্রাজিল দলে নবাগত সান্তোসের প্লেমেকার লুকাস লিমা।
মাম্পসে আক্রান্ত ও কোপা আমেরিকায় অখেলোয়াড়সুলভ আচরণের জন্য চার ম্যাচ নিষিদ্ধ হওয়া নেইমারকেও দলে রেখেছেন দুঙ্গা। কোপা আমেরিকায় দুই ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করা বার্সেলোনা তারকা আগামী অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না। এই দুই ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ চিলি ও ভেনেজুয়েলা।