আবার ব্রাজিল দলে ফিরলেন কাকা
২০১০ সালের বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন কাকা। মাঝে কয়েকবার প্রীতি ম্যাচের জন্য গঠিত দলে ডাক পেলেও সুযোগ পাননি ২০১৩ সালের কনফেডারেশন কাপ, ২০১৪ সালের বিশ্বকাপ ও ২০১৫ সালের কোপা আমেরিকা দলে। তবে অনেক দেরিতে হলেও জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরতে পারেন এই মিডফিল্ডার। এ মাসের শেষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে কাকাকে।
রোনালদো, রিভালদো ও রোনালদিনহোর পর ব্রাজিলের চতুর্থ খেলোয়াড় হিসেবে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন কাকা। কিন্তু রোনালদো-রোনালদিনহোদের মতো সাফল্যের শীর্ষে উঠতে পারেননি ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। জাতীয় দলেও হয়ে পড়েছিলেন অনিয়মিত। তবে নতুন করে দলে ডাক পাওয়ায় ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখার সুযোগ এসেছে ৩৩ বছর বয়সী কাকার সামনে।
২৬ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। তিনদিন পর খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। এই দুই ম্যাচের জন্য ঘোষিত দলে কাকা ছাড়াও ডাক পেয়েছেন ফেলিপ্পে কর্টিনহো।
বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ব্রাজিল দল :
গোলরক্ষক : অ্যালিসন, ডিয়েগো আলভেজ, মার্সেলো গ্রোহে
ডিফেন্ডার : মিরান্দা, ডেভিড লুইস, মার্কুইনহো, গিল, দানিলো, দানি আলভেজ, ফেলিপে লুইস, অ্যালেক্স সান্দ্রো
মিডফিল্ডার : লুইস গুস্তাভো, ফার্নান্দিনহো, রেনাতো অগাস্তো, ফেলিপ্পে কর্টিনহো, লুকাস লিমা, কাকা, উইলিয়ান, অস্কার
ফরোয়ার্ড : ডগলাস কস্তা, নেইমার, হাল্ক, রিকার্দো অলিভেইরা