‘নিয়মিত বোলারদের ব্যবহার করতে চাইনি’
স্কোরকার্ডে পুঁজি মোটে ৮২! আগের তিন ম্যাচের দারুণ জয় আত্মবিশ্বাস জোগানোর জন্য তো ছিলই। আক্রমণে গেলেও যেতে পারত বাংলাদেশ। কিন্তু অধিনায়ক বোলিংয়ে আনেননি দলের সেরা বোলারদের। মাশরাফি বিন মর্তুজা অবশ্য বলছেন তিনি চাননি এত ছোট পুঁজিতে ফাইনালের আগে সাকিবদের মুখোমুখি হউক লঙ্কান ব্যাটসম্যানরা।
পুরোটা সিরিজই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের আতঙ্কের নাম ছিল সাকিব আল হাসান। আগের তিন ম্যাচেই নিয়েছেন সমান তিনটি করে মোট নয় উইকেট। মিতব্যয়ী বোলিংয়ে প্রতিপক্ষকে রানের জন্য হাঁসফাঁস করতে বাধ্য করেছেন মাশরাফি আর মুস্তাফিজুর রহমান। রুবেল এসে গুটিয়ে দিচ্ছিলেন লেজটা।
হয়তোবা একটা চেষ্টা করতেই পারতেন মাশরাফি। কিন্তু সে যে বৃথা প্রচেষ্টা হতো তা মাশরাফি খুব ভালো করেই টের পেয়েছিলেন। তাই লঙ্কানদের বিপক্ষে ফাইনালের জন্যই জমিয়ে রাখলেন তাঁর নিয়মিত বোলারদের।
সাকিব আর মুস্তাফিজ তো তবুও বল করার সুযোগ পেয়েছেন, রুবেলকে দেখাই যায়নি বল হাতে দৌড়াতে। সে প্রসঙ্গেই মিরপুরের সংবাদ সম্মেলন কক্ষে নিজস্ব ব্যাখ্যায় মাশরাফি জানিয়েছেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে আগে নাসির শুরু করেছিল। সেটা সাকিব করছিল শেষ কয়েক ম্যাচে। কিন্তু আমি আমার মূল বোলারদের ব্যবহার করতে চাইনি, ওদের উন্মুক্ত করতে চাইনি।’
‘যেহেতু ফাইনাল আমাদের খেলতে হবে। আবুল হাসানের সুযোগ ছিল। ওকে বেশি ওভার দিতে চেয়েছি। মুস্তাফিজকে আনার কারণ সে ৪৯ উইকেটে ছিল। একটা উইকেট পেলে ৫০ হতো। ওর ইচ্ছেতেই ওকে এনেছি। না হলে হয়তোবা তাকেও আনতাম না। রুবেলকে তো করাইনি।’

স্পোর্টস ডেস্ক