বিদায় মাশ্চেরানো, স্বাগতম কুতিনহো

একজনের প্রস্থান, আরেকজনের সেই শূণ্যস্থানে অভিসিক্ত হবেন- এটাই যে অমোঘ নিয়তি। কিন্তু মাশ্চেরানোর মতো দায়িত্ব জ্ঞানসম্পন্ন ও খেলায় প্রভাব বিস্তারকারী এমন কাউকে কি খুঁজে পেয়েছে বার্সেলোনা?
বয়সটা তাঁর ৩৩, কিন্তু এখনো দূর্দান্ত গতি দেখলে কে বলবে ফুরিয়ে গেছেন এই ডিফেন্ডার? বার্সেলোনা দলের দূর্গটা যে এতদিন ধরে সামলেছেন নিজের সেরাটা দিয়ে। দ্বিতীয় লেগে এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলে জিতে কোপা ডেল রে এর শেষ চার নিশ্চিত করেছে দলটি। কিন্তু দলের মধ্যে জেতার আনন্দ ম্লান হয়ে গেছে আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডডিফেন্ডার মাশ্চেরানোর বিদায়ে। অভিষেক ঘটে দলে নতুন যোগ দেওয়া ব্রাজিলিয়ান তারকা কুতিনহোর। ম্যাচের ৬৮ মিনিট চলাকালীন সময়ে ইনিয়েস্তার পরিবর্তে মাঠে নামেন এই মিডফিল্ডার।
বার্সেলোনা ছেড়ে চাইনিজ ক্লাব হেবেই চায়না ফরচুনে নাম লিখিয়েছেন মাশ্চেরানো। এর পর আর বার্সেলোনার জার্সি গায়ে দেখা যাবে না তাঁকে। কাতালোনিয়া ছেড়ে তিনি উড়াল দেবেন চীনে।
বার্সেলোনায় সাত বছরের ক্যারিয়ারে মাত্র একবার পেনাল্টি থেকে গোলের দেখা পেলেও মাঠে মাশ্চেরানোর সবচেয়ে শক্তির জায়গা তাঁর দারুণ নেতৃত্বগুণ, পজেশন সেন্স এবং দ্রুত ম্যাচ বোঝা। শেষ বেলায় খেলোয়াড় হিসেবে যখন ন্যু ক্যাম্পকে বিদায় জানাচ্ছেন তখন অর্জনের তালিকায় যোগ হয়েছে ২টি চ্যাম্পিয়নস লিগ ট্রফি, চারটি লিগ শিরোপা, চারটি কোপা দেল রে, চারটি স্প্যানিশ সুপার কাপ, দুটি ইউরোপিয়ান সুপার কাপ এবং দুটি ক্লাব বিশ্বকাপ।