প্রথম টেস্টেও অনিশ্চিত সাকিব!
বেশ গুরুতরই সাকিব আল হাসানের চোট। ফিল্ডিং করতে গিয়ে বাঁহাতের আঙুলে ব্যথা পান। আঙুল ফেটে যায় এবং সেলাই পর্যন্ত করাতে হয়েছে। তাই ত্রিদেশীয় সিরিজের চলমান ফাইনাল ম্যাচে তো আর ব্যাট করতে পারছেনই না, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আজ শনিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচের ৪২তম ওভারের প্রথম বলে ফিল্ডিং করতে গিয়েই বাঁহাতের আঙুলে ব্যথা পান সাকিব। তখনই রাজধানীর অ্যাপলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এখন তাঁর পরীক্ষা-নিরীক্ষা চলছে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আছে রিপোর্টের অপেক্ষায়। এর পরই জানা যাবে তাঁর প্রকৃত অবস্থা।
অবশ্য অবস্থা যে খুব একটা ভালো নয় সেটা বোঝা গেছে বিসিবির কর্মকর্তাদের মুখে। মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ ব্যাপারে বলেন, 'সাকিব বাঁহাতের আঙুলে ভালোই ব্যথা পেয়েছে। প্রকৃত অবস্থা বোঝা যাবে এক্স-রে রিপোর্ট পাওয়ার পর। অবশ্য অবস্থা দেখে বোঝা যাচ্ছে, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নাও খেলা হতে পারে তার।'
সাকিব বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব ফিরে পেয়েছেন গত ডিসেম্বরে। সিরিজের প্রথম টেস্টে তিনি খেলতে না পারলে সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন।
চট্টগ্রামে সিরিজের প্রথম প্রথম টেস্ট ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি। ঢাকায় দ্বিতীয় টেস্ট হবে ৮ থেকে ১২ ফেব্রুয়ারি। এর পর হবে দুটি টি-টোয়েন্টি। ১৫ ও ১৮ ফেব্রুয়ারি যথাক্রমে ঢাকা ও সিলেটে।
অবশ্য ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সাকিবের পারফরম্যান্স ছিল বেশ উজ্জ্বল। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে ৩৭ রান এবং বল হাতে তিন উইকেট নেন। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৬৭ রান করেন এবং তিন উইকেট পান। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচেও তিনি ছিলেন সফল, ৫১ রান করেন এবং তিন উইকেট পান। এদিন ফাইনালেও বল হাতে খুব একটা খারাপ করছিলেন না, পাঁচ ওভার বল করে ২০ রান নিয়ে ভালোই বল করছিলেন। কিন্তু হঠাৎ ফিল্ডিং করতে গিয়ে চোটে আক্রান্ত হন। বাঁহাতের আঙুলে ব্যথা পেয়ে মাঠে ছেড়ে যেতে হয়েছে তাঁকে। ব্যথাটা এমন যে পরে আর ফিল্ডিং করতেও পারেননি।
এ ছাড়া এই ত্রিদেশীয় সিরিজেই ছুঁয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক। বিশ্বের অন্যতম এই সেরা অলরাউন্ডার এবার দাঁড়িয়ে আরো একটি মাইলফলকের সামনে। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলফের। তিন ফরম্যাট মিলে সাকিবের এখন সংগ্রহ ৪৯৬ উইকেট।

ক্রীড়া প্রতিবেদক