আইপিএলে কেউ কেনেনি গেইলকে!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) জৌলুসটা অনেকটাই বাড়িয়ে দিয়েছিলেন ক্রিস গেইল। এই আইপিএলেই গড়েছিলেন দ্রুততম শতক আর সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড দুটো। আইপিএলের ১১তম আসরের নিলামে সেই গেইলকেই কেউ কিনতে চাইলনা!
টি-টোয়েন্টি ক্রিকেট বরাবরই আকর্ষণীয় দর্শকদের কাছে। আর সে আকর্ষণে বাড়তি মাত্রা এনে দিয়েছে গেইলের মারকুটে ব্যাটিং। শেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুরের হয়ে ফাইনালসহ আরও এক ম্যাচে হাঁকিয়েছেন দুর্দান্ত শতক। তাই নিলামের টেবিলে গেইলকে নিয়ে পড়ে যাবে হইচই তেমনটা অনুমেয়ই ছিল। কিন্তু গেইলসহ তার গোটা ভক্তসমাজকে হতাশ করে দিয়ে এবারের আইপিএল নিলামের প্রথমদিনে ক্যারিবীয় ব্যাটিং দানব রয়ে গেলেন অবিক্রিতই।
গেইল তবুও জাতীয় দলের বাইরে আছেন, সান্তনা খুঁজে নিতেই পারেন। তবে দুঃখটা জো রুট একটু বেশিই পাবেন। আইপিএলে অংশ নিতে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল থেকে। অবশ্য দিনশেষে কেউ আগ্রহই দেখায়নি রুটকে দলে ভেড়াতে।
লাসিথ মালিঙ্গা, হাসিম আমলা, মিচেল জনসনের মত তারকারাও রয়েছেন গেইলের দলে। প্রথমদিন শেষে কোন দলই কিনেনি তাদের।
গেইলদের খরার দিনটা কিন্তু বেন স্টোকসের জন্য বেশ পয়াই ছিল। সাড়ে ১৬ কোটি টাকায় রাজস্থান রয়্যালস দলে ভিড়িয়েছে এই ইংলিশ অলরাউন্ডারকে। ১১ কোটি ৭০ লাখ টাকায় ম্যাক্সওয়েল গিয়েছেন দিল্লী ডেয়ারডেভিলস শিবিরে। ১২ কোটি ৩০ লাখ টাকায় মিচেল স্টার্ককে এবার কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

স্পোর্টস ডেস্ক