চট্টগ্রাম টেস্টের দলে নাঈম-চমক!
এবারের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের সঙ্গে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় দলের সবার যখন মন খারাপ, ঠিক তখনই অফস্পিনার নাঈম পেলেন দারুণ খুশির খবর। শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল চট্টগ্রামে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন মাত্র ১৭ বছর বয়সী এই জুনিয়র তারকা।
দলে ডাক পাওয়ায় খুশির চেয়ে বেশি অভিভূত তিনি। কখনো ভাবেননি, এত তাড়াতাড়ি নির্বাচকদের নজরে পড়বেন। তবে যেভাবে পারফর্ম করে যাচ্ছিলেন, তাতে প্রত্যাশা ছিল খুব শিগগির জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন তিনি।

আগামীকাল জাতীয় দলের সাদা জার্সি গায়ে যদি নাঈম হাসানের অভিষেক হয়, তাহলে ১৭ বছর ৬০ দিন বয়সে টেস্ট ক্যাপ মাথায় পরবেন এই অফস্পিনার। তবে তাতে অবশ্য বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড ভাঙতে পারবেন না তিনি। নাঈমের চেয়েও কম বয়সে টেস্ট অভিষেক হয়েছে আরো তিন বাংলাদেশি ক্রিকেটারের।
১৬ বছর ২২৩ দিন বয়সে টেস্ট অভিষেকে হয় পেস বোলার তালহা যোবায়েরের। বিদেশের মাটিতে ২০০২ সালে কলোম্বোর পি সারা ওভারে যোবায়ারের অভিষেক ঘটে। ১৬ বছর ৩২০ দিন বয়সে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ২০০৩ সালে টেস্ট অভিষেকে দ্বিতীয় সর্বকনিষ্ঠ বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের। ১৭ বছর ৬১ দিন বয়সে টেস্ট অভিষেক হয় আশরাফুলের। অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন তিনি।
তৃতীয় বাংলাদেশি সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আগামীকাল যদি টেস্টে নাঈমের অভিষেক হয়, তবে আনন্দের পাশাপাশি তার জন্য চিন্তিত হওয়ার মতোও একটা কারণ থাকবে বটে! এর আগে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে যারাই টেস্টে অভিষেক করেছেন, তারা কেউই দীর্ঘ সময় জাতীয় দলে নিজেকে ধরে রাখতে পারেননি।
তালহা যোবায়ের ও এনামুল জুনিয়র নিজেদের ফর্মহীনতার কারণে বাদ পড়লেও আশরাফুল জাতীয় দলে তাঁর জায়গা হারিয়েছেন ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে। এবার পালা নাঈম হাসানের। দেখা যাক জাতীয় দলের ছায়াতলে কত দিন থাকতে পারেন এই জুনিয়র তারকা।

স্পোর্টস ডেস্ক