রাষ্ট্রদূত বার্নিকাট ক্রিকেটে অলরাউন্ডার!
ভিন্ন ভূমিকায় দেখা গেল বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটকে। আজ শুক্রবার দুপুরে মিরপুরের ক্রিকেট একাডেমি মাঠের দর্শকরা বার্নিকাটকে দেখতে পেলেন অলরাউন্ডারের ভূমিকায়।
শুক্রবার ছিল আমেরিকান শারীরিক প্রতিবন্ধী অধিকার আইনের ২৫ বছর পূর্তি। এই দিনটি উপলক্ষে মিরপুর ক্রিকেট একাডেমিতে একটি প্রীতি ম্যাচের আয়োজন করে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এ সময় মাঠে যান বার্নিকাট। আর ক্রিকেট মাঠে তাঁকে দেখা যায় ব্যাট হাতে ব্যাটিং করতে। পরে তিনি ব্যাটসম্যানের বিরুদ্ধে বলও করেন।
যুক্তরাষ্ট্রের এই রাষ্ট্রদূতকে এর আগেও ক্রিকেট মাঠে দেখা গেছে।
ঢাকা অ্যাভেঞ্জার্স ও গাজীপুর ওয়ারিয়র্স নামে দুটি দল খেলেছে এই ম্যাচে। দল দুটির সব খেলোয়াড়ই কোনো না কোনোভাবে শারীরিক প্রতিবন্ধী।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহ রিয়াদের কয়েকটি বলে ব্যাট করেন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট। প্রথম তিনটি বলে ব্যাট ছোঁয়াতে পারেননি। পরে দুটি বলে সজোরই ব্যাট চালান তিনি। পরে রিয়াদ ব্যাট হাতে নামেন। আর বল করেন বার্নিকাট।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস ও বোর্ড পরিচালক আহমদ সাজ্জাদুল আলম ববি।