তৃতীয় ফাইনালে সাকিব, আসবে তো জয়?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এর আগে আরো দুইবার ফাইনালের লড়াইয়ে উঠেছিলেন সাকিব আল হাসান। তবে এবার যখন তৃতীয়বার নামবেন শিরোপা জয়ের লড়াইয়ে বদলে গেছে সাকিবের জার্সি। আগের দুইবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমে জিতেছিলেন ট্রফি। এবার সানরাইজার্স হায়দরাবাদের হয়েও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের লক্ষ্য থাকবে আবারও চ্যাম্পিয়ন হাওয়ার, সেটা কিন্তু নিশ্চিত।
আইপিএলের পর্দা নামবে আজ রোববার। শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে মুম্বাইয়ের মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ও সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। এই দুই দল ফাইনালের মঞ্চ মাতাতে মাঠে নামবে রাত ৮টায়।
স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের মাঠে দুর্দান্ত দাপট দেখিয়ে ম্যাচ জিতে এবারের আইপিএল মৌসুমে ফাইনাল নিশ্চিত করেছে সাকিবদের সানরাইজার্স হায়দরাবাদ। গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৪ রানে হারিয়েছে সাকিবরা। আজ রবিবার আইপিএলের ১১তম আসরে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে তারা।
মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের জন্য এই মৌসুমের আইপিএল ছিল চ্যালেঞ্জিং। ভারতের উচ্চ আদালত থেকে দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে তারা ফিরে এসেছে স্বরূপে, সাফল্যও পেয়েছে। বেশ বর্ষীয়ান তারকাদের সমন্বয়ে গঠিত এই দলের সদস্যদের নিয়ে শঙ্কাও রয়েছে।
তবে আশার কথা হলো, দলের কোনো একক তারকার ওপর ভরসা করছে না দলটি। ধোনির দলের আগের ম্যাচগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, আম্বাতি রাইডু, শেন ওয়াটসন, ধোনি, সুরেশ রায়না গ্রুপ পর্বের ম্যাচগুলোতে নিজেদের সেরাটা দিয়ে দলকে জয় উপহার দিয়েছেন। সুতরাং সানরাইজার্সের পর্যাপ্ত বোলিং অ্যাটাক থাকলেও চেন্নাইয়ের যেকোনো ব্যাটসম্যানই ম্যাচ নিজেদের দখলে নেওয়ার ক্ষমতা রাখেন।
চেন্নাইয়ের বোলিং অ্যাটাকের অন্যতম ভরসা দক্ষিণ আফ্রিকার তারকা লুঙ্গি এনগিডি। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে চার উইকেট তুলে নিয়ে ম্যাচসেরাও হয়েছেন। এ ছাড়া সারদুল ঠাকুর, দিপক চাহার, ডোয়াইন ব্রাভোও দলের অন্যতম বোলিং ভরসার নাম।
সানরাইজার্স ব্যাটিংয়ের ক্ষেত্রে অনেকটাই নির্ভরশীল দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের উপর। উইলিয়ামসন ও শিখর ধাওয়ান শুরুতে দারুণ অবদান রাখলেও দলের জয়ের জন্য মিডল অর্ডারের জ্বলে ওঠার বিকল্প নেই। ফাইনালের ম্যাচ তুলনামূলক আগের ম্যাচের চেয়ে কঠিন বলেই টপঅর্ডার ব্যাটসম্যানদের ওপর নির্ভরশীলতা কমিয়ে মিডল অর্ডারের দিকে নজর দিচ্ছে শিরোপা প্রত্যাশী দলটি।
বোলিংয়ের ক্ষেত্রে তাঁদের ভরসা ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, সাকিব আল হাসান ও রশিদ খান। অবশ্য দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ব্যাটে-বলে দারুণ ঝলক দেখিয়ে সানরাইজার্সকে অনেকটাই নির্ভার রেখেছেন আফগান লেগ-স্পিনার রশিদ খান। অবশ্য, ওই ম্যাচে বাংলাদেশের অলরাউন্ডার সাকিবও উইকেটের দেখা পেয়েছেন, ব্যাট হাতে দলের প্রয়োজনের মুহূর্তে রানের দেখাও পেয়েছেন। সুতরাং ফাইনাল ম্যাচটা দুদলের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অন্য ম্যাচগুলোকে ছাড়িয়ে যাবে, নিঃসন্দেহে।

স্পোর্টস ডেস্ক