নেইমারের ক্যারিয়ারের সিদ্ধান্ত কেবল নেইমারেরই
নেইমার ডি সিলভা যেন বিতর্কের অপর নাম। তাঁকে নিয়ে বিতর্ক থামছেই না। বার্সেলোনা ছাড়ার পর থেকে গুজব পিছু নিয়েছে এই তারকার। প্যারিস-সেইন্ট-জার্মেইনে (পিএসজি) খুশি নন এই তারকা, প্যারিস ছেড়ে রিয়াল মাদ্রিদে যেতে চান—এমন অনেক কথাই ভেসে বেড়াচ্ছিল বাতাসে। এমনকি শোনা যাচ্ছিল নেইমারের বাবা নেইমারের দল ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন। এসব গুজবে বেশ ক্ষুব্ধ হয়ে আছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি নিজের সিদ্ধান্ত নিজেই নেন। তাঁর ক্যারিয়ারের সিদ্ধান্ত কোনোভাবেই তাঁর বাবা নিতে পারেন না।
গত বছর রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে প্যারিসের ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। গুজব আছে, নেইমারের দলবদলে তাঁর বাবার ইন্ধন আছে। কিন্তু ২৬ বছর বয়সী তারকা জানালেন, তাঁর বাবা কেবল তাঁর উপদেষ্টা ও এজেন্ট। কিন্তু কোনোভাবেই তাঁর ক্যারিয়ারের ব্যাপারে সিদ্ধান্ত তিনি নেন না। নিজের ক্যারিয়ারের ব্যাপারে কেবল নেইমার নিজেই সিদ্ধান্ত নেন।
ব্রাজিল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বলেন, ‘আমার বাবার কাছে আমি বিভিন্ন ব্যাপারে পরামর্শ নিই। তিনি আমাকে ভালো-মন্দের ব্যাপারে সুপরামর্শ দিয়ে থাকেন। তবে দিন শেষে সিদ্ধান্ত আমারই।’
পিএসজির এই তারকা আরো বলেন, ‘ফুটবলের মাঠ বাদে আমার বাবা বাকি সবকিছু দেখাশোনা করে। যার ফলে আমি পুরো মনোযোগ আমার খেলার দিকেই দিতে পারি।’
মার্শেইয়ের বিপক্ষে খেলার সময় বাজেভাবে ইনজুরিতে পড়েন নেইমার। এখনো পুরোপুরি সেরে ওঠেননি এই তারকা। আগামী বিশ্বকাপে ব্রাজিল দলের হয়ে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে নিজেকে ফিট করার প্রত্যয়ে লন্ডনে ঘাম ঝরাচ্ছেন এই তারকা।

স্পোর্টস ডেস্ক