ক্লাব নয়, দেশের কথা ভাবছেন রোনালদো
গত ২৭ মে রাতে ইংলিশ ক্লাব লিভারপুলকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। দলটির এখন বেশ উৎসব-আনন্দে থাকার কথা থাকলেও দলের তারকা খেলোয়াড়দের বিশ্বকাপ উপলক্ষে মাদ্রিদ ছাড়তে হচ্ছে। কিছুদিন আগে দলের সফল কোচ জিনেদিন জিদান ক্লাব থেকে পদত্যাগ করেছেন। তাঁর এ ঘোষণার আগে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও রিয়াল ছাড়ার ইঙ্গিত দেন। এমন বিপর্যস্ত পরিস্থিতিতে পর্তুগিজ তারকা রোনালদো বিশ্বকাপের মিশন শুরু করতে দলের অনুশীলনে যোগ দিতে পর্তুগালে পৌঁছেছেন।
এবারের চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ ৩০টি গোল করে, যার ১৫টি গোল আসে রোনালদোর বদৌলতে। সেই রোনালদোকেই ফাইনাল ম্যাচে লিভারপুলের বিপক্ষে খুঁজে পাওয়া যায়নি। গ্যারেথ বেল ও বেনজেমা দলের হয়ে গোল করলেও পর্তুগিজ তারকা থেকে যান আড়ালেই। উপরন্তু ম্যাচ শেষে তাঁর মুখ থেকে শোনা যায় বিদায়ের সুর। কয়েক দিন পরই বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন জিদান।
ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে বেশ অনিশ্চয়তায় আছেন ৩৩ বছর বয়সী রোনালদো। তবে ব্যাপারটা নিয়ে তিনি বেশ শান্ত আছেন। পর্তুগালের এই তারকার এখন পুরো মনোযোগ দেশের দিকে। তবে রিয়াল মাদ্রিদের এই সেরা তারকার সঙ্গে ক্লাবটির প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের অন্তর্কোন্দলের খবর নতুন নয়। তিনি রোনালদোকে নতুন সাইনিংয়ের ব্যাপারে প্রতিশ্রুতি দিলেও রক্ষা করেননি। তবে এই তারকার কাছে সাইনিংয়ের ব্যাপার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার চেয়ে মোটেও গুরুত্বপূর্ণ নয়।
গতকাল রোববার দলের হয়ে অনুশীলন করার জন্য পর্তুগালে উড়াল দিয়েছেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। এবারের রাশিয়া বিশ্বকাপে ২০১০ সালের শিরোপাজয়ী স্পেনসহ এশিয়ার পরাশক্তি ইরান ও মরক্কোর মুখোমুখি হতে হবে রোনালদোদের। জয়ের লক্ষ্যেই দলের সতীর্থদের নিয়ে প্রস্তুত হচ্ছেন রোনালদো।

স্পোর্টস ডেস্ক