আমরা অসাধারণ খেলেছি, বলছেন হ্যারি কেন
ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে টটেনহাম ‘উচিত জবাব’ দিয়েছে বলে হ্যারি কেন মনে করেন। মরিসিও পোশেত্তিনোর দল গত সোমবার ওল্ড ট্রাফোর্ডের বিপক্ষে ইংলিশ টেবিলের শীর্ষস্থান ধরে রাখার প্রত্যয়ে মাঠে নামে। ম্যাচে রেড ডেভিলস সামান্য বাধার সৃষ্টি করতে পারলেও অঘটন ঘটতে দেয়নি টটেনহাম। মৌসুমের শুরুতে তিনটিতেই বিজয়ী হয়ে মাঠ ছেড়েছে টটেনহাম।
হ্যারি কেন মনে করেন, ২০১৮-১৯ মৌসুমে আধিপত্যের লড়াইয়ে তাদের হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে প্রথম গোল করা এই ইংলিশ ফুটবলার টটেনহামের অফিশিয়াল ওয়য়েবসাইটকে বলেন, ‘এটা অসাধারণ, ঠিক এটাই আমাদের প্রয়োজন ছিল। আমরা খেলায় জবাব দিতে চেয়েছিলাম। আমরা জানতাম, কাজটি খুব সহজ হবে না। প্রথমার্ধে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। শেষার্ধে আমরা আক্রমণাত্মক খেলতে চেয়েছি এবং খেলতে পেরেছি। এই ধরনের খেলায় প্রথম গোল খুব গুরুত্বপূর্ণ। দলকে খেলায় টিকিয়ে রাখার জরুরি এবং আমরা তা করতে পেরেছি। পরে লুকাস আরো দুটি অসাধারণ গোল দিয়েছে।’
ব্রাজিলিয়ান তারকা লুকাসের দুই গোলে শেষ পর্যন্ত ৩-০-এর বিশাল ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম। তবে সামনের খেলার দিকেও নজর রাখছেন হ্যারি। তিনি যোগ করেন, ‘আমাদের জিততে হবে, বিশেষ করে ঘরের বাইরে। আমরা একটি গোল দেওয়ার পর আরো দ্রুত খেলার চেষ্টা করেছি এবং যখন পেরেছি তখন আক্রমণের চেষ্টা করেছি। আমরা সুযোগ পেয়েছি এবং ওল্ড ট্রাফোর্ডে এসে ৩-০ গোলে জেতা খুব ভালো ফলাফল। এটা আমাদের, ভক্তদের এবং ক্লাবের জন্য আনন্দের ব্যাপার। ভক্তরা খুশি মনে বাড়ি ফিরে যাবে, এটাই মূল লক্ষ্য। ক্লাব হিসেবে আমরা সবার উপরে থাকতে চাই। এটি করতে হলে আমাদের এরকম ম্যাচগুলোতে জিততে হবে। তাই আজ আমরা আনন্দিত।’
তাই আগামী রোববার ওয়ার্টফোর্ডের বিপক্ষে মাঠে নামার সময় এক উজ্জীবিত টটেনহামকে দেখার আশা করতেই পারে ভক্তরা।

স্পোর্টস ডেস্ক