টেস্টে ভিন্ন রঙের বল ব্যবহারের চিন্তা-ভাবনা
ইংল্যান্ডের দুঃখটা বোধহয় বুঝতে পারছে আইসিসি। গত শনিবার আবুধাবি টেস্টের শেষ দিনে ইংল্যান্ড জয় থেকে মাত্র ২৫ রান দূরে থাকতে আলোর স্বল্পতায় খেলা থামিয়ে দিতে বাধ্য হন আম্পায়াররা। খেলা শেষে পাকিস্তানকে হাতের মুঠোয় পেয়েও হারাতে না পারার আক্ষেপ লুকিয়ে রাখতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক। প্রায়ান্ধকারে লাল বলে খেলতে যে সমস্যা হয়, আইসিসি তা ভালো মতোই বুঝতে পারছে। তাই লাল ছাড়া অন্য রঙের বলে টেস্ট ক্রিকেট আয়োজনের চিন্তা-ভাবনা করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
কুক হতাশ হলেও প্রথম টেস্ট ড্র হওয়ার পর ইংল্যান্ডের কোচ ট্রেভর বেইলিস জানিয়েছিলেন, নিয়ম মেনে এই ফলাফল মেনে নিতে তাঁর সমস্যা নেই। নিয়ম অনুযায়ী আলো কমে এলে খেলা বন্ধ করে দেওয়ার পূর্ণ অধিকার আছে আম্পায়ারদের। আট ওভার বাকি থাকলেও অন্ধকার নেমে আসায় আবুধাবি টেস্টের দুই আম্পায়ার ব্রুস ওক্সেনফোর্ড আর পল রেইফেল বাধ্য হন খেলা থামিয়ে দিতে। ম্যাচেরও সেখানেই সমাপ্তি।
আলোর স্বল্পতা যে টেস্ট ক্রিকেটের বহু পুরোনো সমস্যা, তা নির্দ্বিধায় মেনে নিচ্ছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, ‘ঐতিহাসিকভাবে এটা ক্রিকেটের অন্যতম প্রধান ইস্যু নিঃসন্দেহে। আমরা এখনো এর কোনো সমাধান খুঁজে পাইনি।’ দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক অবশ্য একটা আশার আলোও দেখাচ্ছেন, ‘আমরা ভিন্ন রঙের বল নিয়ে কাজ করার চেষ্টা করছি। এ ক্ষেত্রে গোলাপি বলের কথাই বলব। দেখা যাক দিবারাত্রির টেস্ট ক্রিকেটে এটা ব্যবহার করে কী ফল পাওয়া যায়।’
আগামী মাসে অ্যাডিলেডে ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। রিচার্ডসনের আশা, এই টেস্টে সাফল্যের সঙ্গে গোলাপি বল ব্যবহার করা সম্ভব হবে।

স্পোর্টস ডেস্ক