মিরপুরে সাকিবকে ছাড়িয়ে তামিম
এত দিন রেকর্ডটা ছিল সাকিব আল হাসানের দখলে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারকে এবার ছাড়িয়ে গেলেন তাঁরই বন্ধু তামিম ইকবাল। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭৩ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন তিনি। সুবাদে দুই হাজার ৫৬ রান নিয়ে মিরপুরে সবচেয়ে বেশি রানের মালিক এখন এই বাঁ-হাতি ওপেনার।
মিরপুরে ৬৬ ম্যাচে চারটি শতক এবং ১২টি অর্ধশতকসহ এই রান করেছেন তামিম। সাকিব ৬৮ ম্যাচে দুটি শতক এবং ১৭টি অর্ধশতকসহ দুই হাজার ৫০ রান করেছেন। শেরেবাংলা স্টেডিয়ামে এই দুজনই শুধু দুই হাজারের বেশি রান করেছেন।
এই মাঠে সবচেয়ে বেশি ৭৩ ম্যাচ খেলা মুশফিকুর রহিম তৃতীয় স্থানে আছেন। দুটি শতক ও ১১টি অর্ধশতকসহ তাঁর সংগ্রহ এক হাজার ৯৯৮ রান।
মাহমুদউল্লাহর অবস্থান চতুর্থ। মিরপুরে ৬১ ম্যাচে তাঁর সংগ্রহ এক হাজার ১৯২ রান। ইমরুল কায়েস ২৭ ম্যাচে ৮৬১ রান করে পঞ্চম স্থানে আছেন।
মিরপুরে ওয়ানডের সেরা পাঁচ ব্যাটসম্যান
ব্যাটসম্যান ম্যাচ রান সর্বোচ্চ অর্ধশতক শতক
তামিম ইকবাল ৬৬ ২০৫৬ ১৩২ ১২ ৪
সাকিব আল হাসান ৬৮ ২০৫০ ১০৬ ১৭ ২
মুশফিকুর রহিম ৭৩ ১৯৯৮ ১০৭ ১১ ২
মাহমুদউল্লাহ ৬১ ১১৯২ ৮২* ৮ ০
ইমরুল কায়েস ২৭ ৮৬১ ৯৩ ৭ ০

ক্রীড়া প্রতিবেদক