ক্লে কোর্ট দিয়েই ফিরলেন নাদাল
ইনজুরির কারণে ২০১৪ সাল খুব একটা ভালো কাটেনি রাফায়েল নাদালের। এ বছরের শুরুতে আবার কোর্টে ফিরলেও নিষ্প্রভ হয়েই ছিলেন স্প্যানিশ তারকা। কাতার ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন ও রিও ওপেনে হতাশাজনক পারফরম্যান্সের পর বছরের প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন নিজের প্রিয় ক্লে কোর্টে। আর্জেন্টাইন ওপেনের ফাইনালে হুয়ান মোনাকোকে ৬-৪, ৬-১ গেমে হারিয়ে শিরোপা জিতেছেন ক্লে কোর্টের রাজা নামে খ্যাত নাদাল।
এটি ছিল নাদালের ৬৫তম শিরোপা। এর মধ্যে ৪৬টিই তিনি জিতেছেন ক্লে কোর্টে। ছুঁয়ে ফেলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি গুইলের্মো ভিয়াসকে। ক্লে কোর্টে সবচেয়ে বেশি ৪৬টি শিরোপা জয়ের রেকর্ড এতদিন এককভাবেই ছিল ভিয়াসের দখলে।
১৪টি গ্র্যান্ড স্লামের মধ্যে নয়টিই নাদাল জিতেছেন ক্লে কোর্টে, ফ্রেঞ্চ ওপেনে। ২০০৫ সাল থেকে ফ্রেঞ্চ ওপেনে প্রায় একচ্ছত্র আধিপত্য এই স্প্যানিশ তারকার। ২০০৯ সাল বাদে প্রতিবারই ফ্রেঞ্চ ওপেনের শিরোপা উঠেছে নাদালের হাতে। বছরের প্রথম শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত নাদাল বলেছেন, ‘এখানে জিততে পারব, এমন একটা আশা আমার ছিল। সে জন্য আমি খুব ভালোভাবে প্রস্তুতও হয়েছিলাম। সে লক্ষ্য পূরণ হয়েছে।’

স্পোর্টস ডেস্ক