ঝুঁকি এড়াতে বল করেননি মাশরাফি

কুমিল্লা ভিক্টোরিয়ানসের গুরুদায়িত্ব তাঁর কাঁধে। তিনি দলটির অধিনায়ক, আইকন আর সিনিয়র খেলোয়াড় সবকিছুই। তাই ফিটনেসে সমস্যা থাকলেও বিপিএলে কুমিল্লার প্রত্যেক ম্যাচেই মাঠে নেমেছেন মাশরাফি বিন মুর্তজা। যদিও তিনটি ম্যাচে একটি বলও করেননি। ঝুঁকিপূর্ণ হবে ভেবেই এই ম্যাচগুলোতে বল না করার সিদ্ধান্ত নিয়েছিলেন দেশসেরা পেসার।
মাত্র কিছুদিন আগে ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠেছেন মাশরাফি। বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক এখনো পুরোপুরি ফিট নন। তাই অনেক হিসাব-নিকাশ করে মাঠে থাকছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন। বোলার মাশরাফিকে না পেলেও কুমিল্লার অবশ্য তেমন সমস্যা হয়নি। সহজেই শেষ চার নিশ্চিত করেছে দলটি।
তবে মাঠে বল হাতে অবদান রাখতে না পেরে মাশরাফির মনখারাপ। সিলেট সুপারস্টার্সকে হারানোর পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা ঠিক যে বল করতে না পারায় খুব খারাপ লাগছে আমার। তবে নিয়মিত বল করাটা আমার জন্য রিস্কি হয়ে যেত। কারণ এখনো আমি পুরোপুরি ফিট নই। এ নিয়ে ফ্র্যাঞ্চাইজের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা বিষয়টা মেনেও নিয়েছে।’
অবশ্য জাতীয় দল হলে এতটা নির্ভার থাকতে পারতেন না বলে জানালেন মাশরাফি, ‘বর্তমান অবস্থায় বল করাটা আমার জন্য ঝুঁকিপূর্ণ ঠিকই, তবে জাতীয় দল হলে আমি ভিন্ন চিন্তা করতাম। জাতীয় দলের সঙ্গে অন্য কিছুর তুলনা করা ঠিক নয়। অবশ্য আমি বিপিএলকে খাটো করছি না। কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফ্র্যাঞ্চাইজকে তো নয়ই।’