খুশির চেয়ে স্বস্তিই বেশি মাশরাফির

বিপিএলের তৃতীয় আসরে সবার আগে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। রংপুর রাইডার্সের বিপক্ষে বিশাল ব্যবধানে জিতে দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা উচ্ছ্বসিত। সেই সঙ্গে স্বস্তির নিশ্বাসও ফেলছেন দেশসেরা পেসার।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার জয়ের পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘পুরো টুর্নামেন্টেই খুব চাপ নিয়ে খেলতে হয়েছে আমাদের। অবশ্য এ ধরনের টুর্নামেন্টে চাপ একটু বেশিই থাকে। আজ জিতে ফাইনালে উঠে যতটা খুশি হয়েছি, চাপ কিছুটা কমেছে বলে তার চেয়ে বেশি স্বস্তি পেয়েছি।’
এখন একটাই লক্ষ্য, শিরোপা জয়। মাশরাফি লক্ষ্যপূরণে দৃঢ়প্রতিজ্ঞ, ‘ফাইনালে উঠে কি কেউ খালি হাতে ফিরতে চায়? আমাদেরও লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আশা করছি শিরোপা জিতেই ঘরে ফিরব।’
ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠলেও এখনো পুরোপুরি ফিট নন মাশরাফি। এবারের বিপিএলে তিনটি ম্যাচে এক ওভারও বল করেননি। বেশ কয়েকটি ম্যাচে চার ওভারের কোটাও পূরণ করতে পারেননি। তবে শনিবার বল হাতে কুমিল্লা অধিনায়কের দুর্দান্ত পারফরম্যান্স। শুধু চার ওভার বলই করেননি, মাত্র ১৩ রানের বিনিময়ে একটি উইকেটও নিয়েছেন।
নিজের ফিটনেস নিয়ে অবশ্য এখনো পুরোপুরি সন্তুষ্ট নন মাশরাফি, ‘এখনো বল করতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বল না করে থাকতে পারলাম না। তা ছাড়া আমার হাতে বিকল্প বোলার কম ছিল বলে বাধ্য হয়েই বল হাতে নিতে হয়েছে।’