‘আসল’ সময়ে বরিশালের সঙ্গে নেই গেইল

বিপিএলের প্রথম দুই আসরই ক্রিস গেইলের ঝড়ো ব্যাটিংয়ের সাক্ষী। এবারও ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ওপেনারের বিধ্বংসী ব্যাটিং দেখার অপেক্ষায় ছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। বিশেষ করে বরিশাল বুলসের সমর্থকরা গেইল-ঝড়ের ওপরে ভর করে শিরোপা-স্বপ্ন দেখছিল। কিন্তু বিপিএলের শেষ পর্যায়ে দলকে সঙ্গ দিলেন না গেইল। রোববার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তাঁকে পাচ্ছে না বরিশাল বুলস। এই ম্যাচ না খেলে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশে খেলার জন্য মেলবোর্নের উদ্দেশে রওনা হয়েছেন গেইল।
বিপিএলের প্রথম দুই আসরেই গেইলের ব্যাট থেকে এসেছিল দুটি বিস্ফোরক শতক। এবারও সেঞ্চুরি হাঁকানোর প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় পা রেখেছিলেন। গত বুধবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৯২ রানের অপরাজিত ইনিংসও খেলেছিলেন। শনিবার এলিমিনেটর ম্যাচে গেইলের ব্যাট থেকে এসেছে ৩১ রান। যে ইনিংসের সুবাদে ঢাকা ডায়নামাইটসকে ১৮ রানে হারিয়ে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে বরিশাল।
কিন্তু ফাইনালে যাওয়ার চূড়ান্ত লড়াইয়ের আগে বিপিএল থেকে বিদায় নিয়েছেন গেইল। বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদউল্লাহ যে আক্ষেপ লুকিয়ে রাখতে পারছেন না। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার আগে তিনি বলেছেন, ‘আমরা গেইলকে মিস করব। তবে আমাদের দলগত পারফরম্যান্স ভালো। গেইলের পরিবর্তে দলে এসেছেন সিক্কুগে প্রসন্ন।’
২০১২ সালে বরিশাল বার্নার্সের জার্সি গায়ে পাঁচ ম্যাচ খেলে ২৮৮ রান করেছিলেন গেইল। পরের আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। সেই ম্যাচে করেছিলেন ১১৪ রান।
বিপিএলের তৃতীয় আসরে অংশ নেওয়ার জন্য গত ৪ ডিসেম্বর ঢাকায় আসেন গেইল। এবার চারটি ম্যাচ খেলে ১৩৯ রান করেছেন তিনি।