ভাঙা গলায় শুভেচ্ছা জানালেন মুশফিক
শুধু কণ্ঠ শুনলে বোঝার উপায় নেই, কে বলছেন! বুঝতে যে কেউ পারবে না, তিনি নিজেও তা বুঝেছেন। তাই কথাই শুরু করলেন ভাঙা গলার জন্য দুঃখ প্রকাশ করে। জানালেন, ঠাণ্ডা লেগেছে। তাই এই অবস্থা।
এর পর ভক্ত-সমর্থক-বন্ধু ও পরিবারের সদস্যদের খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে এ শুভেচ্ছা জানান। প্রথমে ইংরেজিতে, পরে বাংলায়।
ভিডিও বার্তার শুরুতেই সবাইকে সালাম ও নতুন খ্রিস্টাব্দের শুভেচ্ছা জানিয়ে মুশফিক বলেন, ‘সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। গত বছরটা আমাদের অনেক বেশি ভালো গেছে। ইনশাল্লাহ, আমাদের চেষ্টা থাকবে গত বছরের চেয়ে এ বছর আরো বেশি ভালো করতে পারি। সে দোয়া আপনারা করবেন।’ বক্তব্যের শেষে আবার সবাইকে শুভেচ্ছা জানান মুশফিক।
মুশফিকের মতো নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশসহ বিশ্বক্রিকেটের অনেক তারকা খেলোয়াড়। এর মধ্যে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল, ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক বিরাট কোহলি, ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ, শ্রীলঙ্কার সাবেক খেলোয়াড় সনাথ জয়াসুরিয়া, ওয়েস্ট ইন্ডিজের সুলেমান বেন ও দক্ষিণ আফ্রিকার রিলি রোসৌ ছাড়া আরো অনেক তারকা।
Wishing my family, friends and fans a very happy new year! Here is a short video message from me to you all!সকলকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা!
Posted by Mushfiqur Rahim on Thursday, December 31, 2015