ঋষভ-ঝড়ে ভারতের টানা তৃতীয় জয়

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় দিনেই সবাইকে চমকে দিয়েছিল নেপাল। ধরাশায়ী করেছিল বর্তমান ক্রিকেট-বিশ্বের অন্যতম পরাশক্তি নিউজিল্যান্ডের তরুণদের। নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে নিশ্চিত করে ফেলেছিল কোয়ার্টার ফাইনাল। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে থেমেছে নেপালের তরুণ ক্রিকেটারদের জয়যাত্রা। ভারতের বিপক্ষে হেরে গেছে সাত উইকেটে। ‘ডি’ গ্রুপ থেকে প্রতিবেশী দুই দেশ ভারত ও নেপাল পেয়ে গেছে শেষ আটের টিকেট।
সোমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আরেক ম্যাচে কানাডার বিপক্ষে চার উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। তবে দুই দলেরই বিদায় নিশ্চিত হয়ে গেছে শিরোপা জয়ের মূল লড়াই থেকে। প্রথম দুই ম্যাচে জয় দিয়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ আটে চলে গেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুর্দান্ত ঝড়ো ব্যাটিং করে সাত উইকেটের সহজ জয় তুলে নিয়েছে ভারত। ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৮.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে গেছে তিনবারের শিরোপাজয়ীরা। মাত্র ১৮ বলে অর্ধশতক করে যুব ওয়ানডেতে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন ঋষভ পন্থ। নয়টি চার ও পাঁচটি ছয় মেরে ২৪ বলে ৭৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন ভারতের এই ওপেনার। আরেক ওপেনার ও অধিনায়ক ইশান কিষান খেলেছেন ৪০ বলে ৫২ রানের ইনিংস। উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন দুই ওপেনার। শেষ পর্যন্ত মাত্র তিন উইকেট হারিয়েই জয় তুলে নিয়েছে ভারত। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সন্দীপ সুনারের ৩৭, রাজবীর সিংয়ের ৩৫ ও প্রেম তামাংয়ের অপরাজিত ২৯ রানে ভর করে ১৬৯ রান জমা করতে পেরেছিল নেপাল অনূর্ধ্ব-১৯ দল।
গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর সম্মান রক্ষার লড়াইয়ে কানাডাকে হারিয়েছে আফগানিস্তান। ২৪.১ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৮ রান সংগ্রহ করে ফেলেছেন আফগানিস্তানের তরুণ ক্রিকেটাররা। এক উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৫৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাঁহাতি অলরাউন্ডার তারিক স্তানিকজাই।
ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডও জিতেছে চার উইকেটের ব্যবধানে। ফিন অ্যালেনের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে জয়ের জন্য প্রয়োজনীয় ২১৩ রান সংগ্রহ করতে কিউইদের খেলতে হয়েছে ৪০.১ ওভার। তবে দারুণ ব্যাটিং করলেও শেষপর্যন্ত মাত্র তিন রানের জন্য শতকের দেখা পাননি ফিন। নয়টি চার ও চারটি ছয় মেরে ৭৬ বলে ৯৭ রান করেছেন তিনি। ৫৮ রান এসেছে ডেল ফিলিপসের ব্যাট থেকে।