তামিমেরও দারুণ সূচনা পিএসএলে
আগের ম্যাচে সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্স সহজ জয় এনে দিয়েছিল করাচি কিংসকে। পাকিস্তানের টি-টোয়েন্টি প্রতিযোগিতা পিএসএলের পরের ম্যাচে তামিম ইকবালের ব্যাটেও জয়োচ্ছ্বাস। শুক্রবার রাতে তামিমের দারুণ এক অর্ধশতকের সুবাদে পেশোয়ার জালমি ২৪ রানে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেডকে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা পেশোয়ারকে ৭ উইকেটে ১৪৫ রানের ভালো সংগ্রহ এনে দিতে তামিমেরই সবচেয়ে বড় অবদান। ৫১ বলে তিনটি চার ও একটি ছক্কায় ঠিক ৫১ রান করেছেন বাংলাদেশের তারকা ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান অধিনায়ক শহীদ আফ্রিদি ও শহীদ ইউসুফের। ইসলামাবাদের পক্ষে ৩১ রানে তিন উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল।
জবাবে পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেটে ১২১ রানের বেশি করতে পারেনি ইসলামাবাদ। সর্বোচ্চ ২৮ রান ওপেনার শেন ওয়াটসনের। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান এসেছে স্যাম বিলিংসের ব্যাট থেকে। তিনটি করে উইকেট নিয়ে পেশোয়ারের জয়ে বড় ভূমিকা মোহাম্মদ আসগর ও ওয়াহাব রিয়াজের। দুই উইকেট নিয়েছেন শন টেইট। তামিম অবশ্য সাকিবের মতো ম্যাচের সেরা খেলোয়াড় হতে পারেননি। পুরস্কারটা উঠেছে আসগরের হাতে।